অর্থায়ন হলো বর্তমান ও ভবিষ্যতের জন্য অর্থের ব্যবস্থা করা। প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই অর্থ সংগ্রহ ও প্রদানের ঝুঁকি বহন করতে হয়।
অর্থায়নের ক্রমবিকাশ (Evolution of Finance)
১. ব্যবসায় একত্রীকরণ, আর্থিক বিবরণী তৈরি ও
বিশ্লেষণ (১৮৯০-১৯০০)
২. বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে মনোযোগ (১৯০০-১৯১০)
৩. শিল্পবিপ্লব ও প্রযুক্তিগত উন্নয়ন (১৯১০-১৯২০)
৪. বিশ্লেষণমূলক কলাকৌশল প্রচলন (১৯২০-১৯৩০)
৫. আর্থিক মন্দা ও উত্তরণ (১৯৩০-১৯৪০)
৬. বাহ্যিক অর্থায়নের ওপর গুরুত্ব প্রদান (১৯৪০-১৯৫০)
৭. আধুনিক অর্থায়নের প্রবৃদ্ধি (১৯৫০-১৯৬০)
৮. কম্পিউটার নতুন অধ্যায় (১৯৬০-১৯৭০)
৯. ব্যবসায় সম্প্রসারণ (১৯৭০-১৯৮০)
১০. আধুনিক অর্থায়ন (১৯৮০)
অর্থায়নের কার্যাবলি (Functions of Finance)
১. তহবিল সংগ্রহ (Collection of fund)
২. মূলধন বাজেটিং সিদ্ধান্ত (Capital budgeting decision)
৩. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা (Short-term asset management)
৪. তহবিল বণ্টন (Dis tribution of fund)
অর্থায়নের নীতিমালা (Principles of Finance)
১. তারল্য ও মুনাফা নীতি (Principles of liquidity and profitability)
২. ঝুঁকি ও মুনাফা নীতি (Principles of risk and return)
৩. পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি (Principles of portfolio diversification)
অর্থায়নের লক্ষ্য (Objective of Finance)
১. মুনাফা সর্বোচ্চকরণ (Profit maximization)
২. মুনাফা সর্বোচ্চকরণের যৌক্তিকতা (Rationality behind profit maximization)
৩. মুনাফা দক্ষতার মাপকাঠি (Profit is the s tandard of efficiency)
৪. সম্পদের সুষ্ঠু ব্যবহার (Proper use of asset)
৫. সামাজিক কল্যাণ (Social welfare)
সমালোচনা (ঈত্রঃরপরংস)
১. এ ধারণা অস্পষ্ট (Vague concept)
২. এটি অর্থের সময়মূল্যকে বিবেচনা করে না (It does not considered time value of money)
৩. এটি ঝুঁকি বিবেচনা করে না (It does not considered risk)
৪. অর্থের প্রদান নগদ প্রবাহ বিবেচনা করে না (It does not considered all cash flow)
৫. লভ্যাংশ প্রদান (Payment of dividend)
৬. সংকীর্ণ ধারণা (Narrow concept)
সম্পদ সর্বোচ্চকরণ (Wealth maximization)
১. অর্থের সময়মূল্যকে বিবেচনা করে (It considers time value of moneু)
২. স্পষ্ট ধারণা (Clear concept)
৩. ঝুঁকি বিবেচনা করে (Consider risk) :
৪. লভ্যাংশ প্রদান (Dividend payment)
৫. শেয়ার মূল্যের ওপর গুরুত্ব (Focus on market price of share)
৬. সব নগদ প্রবাহ বিবেচনা (It considers all cash flow)
৭. শেয়ারের বাজারদর রক্ষা (Maintain market price of share)
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি (Functions of Financial Manager)
(ক) ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলি (Managerial Functions)
১. বিনিয়োগের সিদ্ধান্ত (Inves tment decision)
র. স্বল্পমেয়াদি বিনিয়োগ (Short term inves tment)
রর. দীর্ঘমেয়াদি বিনিয়োগ (Long-term inves tment)
২. আর্থিক সিদ্ধান্ত (Financing decision)
৩. লভ্যাংশ সিদ্ধান্ত (Dividend decision)
৪. তারল্য সিদ্ধান্ত (Liquidity decision)
(খ) দৈনন্দিন কার্যাবলি (Routine Functions)
১. আর্থিক পরিকল্পনা (Financial planning)
২. উৎস শনাক্তকরণ (Identification of source)
৩. তহবিল সংগ্রহ (Collection of fund)
৪. তহবিল বিনিয়োগ (Inves tment of fund)
৫. মুনাফা বণ্টন (Profit dis tribution)
৬. মূলধন সংরক্ষণ (Protection of capital)
৭. তহবিল ব্যবস্থাপনা (Fund management)
৮. নগদ প্রবাহের পূর্বানুমান (Forecas ting cash
flow)
৯. ভবিষ্যৎ মুনাফার পূর্বানুমান (Forecas ting future profit)
১০. সম্পত্তি ব্যবস্থাপনা (Asset management)
১১. ব্যয় নিয়ন্ত্রণ (Cos t control)
১২. মূল্য নির্ধারণ (Price determination)
ব্যবসায় অর্থায়নের গুরুত্ব (Importance of Business Finance)
১. প্রারম্ভিক খরচ (Preliminary expenses)
২. স্থায়ী সম্পত্তি ক্রয় (Purchase of fixed assets)
৩. চলতি সম্পত্তি ক্রয় (Purchase of current
assets)
৪. চলতি ব্যয় নির্বাহ (Meet up current expenditures)
৫. ব্যবসায় সম্প্রসারণ (Expansion of business)
৬. অপ্রত্যাশিত ঝুঁকি (Unexpected risk)
৭. ধারে পণ্য বিক্রয় (Sale of goods on credit)
৮. ব্যবসায় অবসায়ন (Business dissolution)
৯. উৎপাদন বৃদ্ধি (Increase production)
১০. চাহিদা পূরণ (Fulfillment of demand)