‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’

রাবিতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পণ্য বর্জনের ডাক শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
শেয়ার
রাবিতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পণ্য বর্জনের ডাক শিক্ষার্থীদের
ছবি: কালের কণ্ঠ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন করার ডাক দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘লং লিভ প্যালেস্টাইন, লং লিভ গাজা’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ধ্বংস হোক ইসরায়েল’ লেখাসহ বিভিন্ন প্যাকার্ড প্রদর্শন করেন ও স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে সাবেক সমন্বায়ক সালাউদ্দিন আম্মার শরীরে ফিলিস্তিনের পতাকা ও শেকল জড়িয়ে ফিলিস্তিনের জনগণের অসহায়ত্বের প্রতীকী চিত্র তুলে ধরেন।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানান। এ সময় তারা এই হামলার পেছনে আমেরিকাসহ জায়নবাদী রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ আছে বলে উল্লেখ করেন।

এছাড়া ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে তাদের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এ সময় সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘গাজায় গণহত্যার প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা এখানেই দাঁড়ালেই ইসরায়েলি বাহিনী তাদের জঘন্য বর্বরতা বন্ধ করবে।

আমরা যদি এই নিপীড়িত মানুষের জন্য কিছু করতে চাই তাহলে জ্ঞানের বিকল্প নেই। কারণ যাদের সাথে লড়াই তারা মানুষ হিসেবে কিন্তু জ্ঞান-গরিমায় অনেক বড়। তারা অনেক বেশি জানে এবং পারে। আমরা যতক্ষণ পর্যন্ত তাদের মতো জ্ঞানী না হতে পারবো এবং মানবতা সমুন্নত না রাখতে পারবো ততক্ষণ আমরা জিততে পারবো না।’ 

উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, ‘গাজার অধিবাসীদের হত্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ব্যর্থতার পরিচয় দিয়েছে।

গাজায় ইসরায়েলি হত্যা নিয়ে অনেক কথা হয়েছে। আর কোনো কথা নয়। এবার আমাদের একশ্যানে যাওয়া উচিত। সারা মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, আসুন আমরা সবাই এক হই। পশ্চিমা বিশ্বের মানবতার দিকে আমরা আর চেয়ে থাকবো না। মুসলিম নিধন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তথাকথিত মানবতার ফেরিওয়ালা, মানবাধিকার-গণতন্ত্র নিয়ে জিকির করা বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ড গাজায় সংগঠিত হচ্ছে। বিশ্বব্যাপী পালিত গ্লোবাল স্ট্রাইক ফর গাজার অংশ হিসেবে আজকের এই সমাবেশ পালিত হচ্ছে। সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার পক্ষের শক্তিরা ফিলিস্তিনের মজলুম ভাইদের প্রতি সংহতি প্রকাশ করে এ কর্মসূচি পালন করছে। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ গাজাবাসীর জন্য করতে চাই।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদাদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম, ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ইসমত আরা বেগম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম প্রমুখ। 

কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

অবনীন্দ্রনাথ ঠাকুর

    অষ্টম শ্রেণির চারু ও কারুকলা বইয়ের তৃতীয় অধ্যায়ে তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়েছ। ঠাকুর পরিবারের অন্যতম এই গুণী ব্যক্তির বিষয়ে আরো যা জানতে পারো—
অঞ্জয় কুমার
অঞ্জয় কুমার
শেয়ার
অবনীন্দ্রনাথ ঠাকুর
বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। ছবি : সংগৃহীত

শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত উপমহাদেশীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক ও লেখক। স্বদেশের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। তিনি ১৮৭১ সালের ৭ আগস্ট উপমহাদেশের কলকাতার সুপরিচিত জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বকবি ও নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের চাচাতো ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র।

ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতেন তিনি। তাঁর সময়ে অনেক ভারতীয় শিল্পী পাশ্চাত্য নিয়ম কপি বা অনুকরণ করতেন। কিন্তু অবনীন্দ্রনাথ অনন্য কিছু তৈরি করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন তাঁদের শিল্পকর্মে এ দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন থাকা উচিত।

আরো পড়ুন
ঢাকায় তাপমাত্রা কমতে পারে

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

 

তাই তিনি বেঙ্গল স্কুল অব আর্ট বা বঙ্গীয় শিল্প নামে শিল্প আন্দোলন শুরু করেন, যা শিল্পীদের ভারতীয় থিম ও কৌশল ব্যবহার করতে উৎসাহিত করে।

অবনীন্দ্রনাথ ঠাকুর মুঘল ও রাজপুত চিত্রকলার পাশাপাশি জাপানি শিল্পকলা দেখে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর কাজ উপমহাদেশীয় শিল্পকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে সাহায্য করে। তাঁর বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে একটি হলো ‘ভারত মাতা’।

এতে দেখানো হয়েছে একজন মহিলা গেরুয়া পোশাক পরিহিত। হাতে একটি বই, চালের আঁটি, সাদা কাপড়ের টুকরা ও একটি মালা। এই চিত্রকর্ম ভারতের স্বাধীনতাসংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। তাঁর অন্যান্য বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে : ‘কৃষ্ণলীলা’, ‘শাহজাহানের মৃত্যু’, ‘কালিদাসের ঋতুসঙ্ঘার বিষয়ক চিত্রকলা’ এবং ‘বুদ্ধ ও সুজাতা’। এ ছাড়া জাপানি চিত্রকর্মের প্রভাবে তিনি সৃষ্টি করেন তাঁর অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর্ম ‘ওমর খৈয়াম  চিত্রাবলী’।

আরো পড়ুন
নিউ ইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

নিউ ইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

 

অবনীন্দ্রনাথ লেখক হিসেবেও ছিলেন বেশ দক্ষ। শিশুদের জন্য বেশির ভাগ গল্প লিখতেন তিনি। গল্পগুলো ছিল রূপকথার ও দুঃসাহসিক অভিযানের। তাঁর বিখ্যাত কিছু গ্রন্থ হলো : ‘শকুন্তলা’, ‘ক্ষীরেরপুতুল’, ‘রাজকাহিনী’, ‘বুড়ো আংলা’ ইত্যাদি। এ ছাড়া তিনি কিছু যাত্রাপালা ও পুঁথি রচনা করেন। যেমন—‘অরণ্যকান্ত পালা’, ‘কাক ও পানির পালা’, ‘ঋষিযাত্রা’, ‘মারুতির পুঁথি’, ‘চাই বুড়োর পুঁথি’ ইত্যাদি।

১৮৯৬ সালে উপমহাদেশীয় চিত্রশিল্পীদের মধ্যে তিনিই প্রথম কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ পদে নিযুক্ত হন। ১৯১৩ সালে লন্ডনে ইংরেজ সরকারের কাছ থেকে সিআইই উপাধি অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ১৯২১ সালে ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করে।

চিত্রকর্ম ও গল্পের মাধ্যমে ভারতের সৌন্দর্য বিশ্বকে দেখিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই গুণী শিল্পী ১৯৫১ সালের ৫ ডিসেম্বর মারা যান। কিন্তু তাঁর চিত্রকর্ম ও গল্প এখনো অনেককে অনুপ্রাণিত করে।

মন্তব্য

নটর ডেম কলেজে শুরু হয়েছে জাতীয় বিতর্ক উৎসব ও ডিবেটার্স লিগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নটর ডেম কলেজে শুরু হয়েছে জাতীয় বিতর্ক উৎসব ও ডিবেটার্স লিগ
সংগৃহীত ছবি

নটর ডেম কলেজে শুরু হয়েছে ৩৬তম এনডিডিসি ন্যাশনালস এবং ১৩তম এনডিডিসি ডিবেটার্স লিগ। নটর ডেম ডিবেটিং ক্লাবের (এনডিডিসি) আয়োজনে তিন দিনব্যাপী এই উৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়ে চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

এ বছর উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বসুন্ধরা খাতা, কো-পাওয়ার্ড পার্টনার হিসেবে আছে মাইগ্রেশন অ্যান্ড একাডেমিক সেন্টার এবং নর্ডিক সোর্সিং সহযোগী পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। এর মধ্য দিয়ে বিতর্ক জগতে নটর ডেম ডিবেটিং ক্লাব আরেকটি গৌরবময় অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে।

৩৬তম এনডিডিসি ন্যাশনালসে ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে; যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪০টি দল যুক্তি, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক চর্চার লড়াইয়ে অংশ নিচ্ছে।

আরো পড়ুন
সীতাকুণ্ডে এবার যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ডে এবার যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

একই সঙ্গে ১৩তম ডিবেটার্স লিগে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বিতর্ক, এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে। যেখানে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে শিরোপার জন্য। 

এবারের লিগে যোগ হয়েছে নতুন একটি ব্যতিক্রমধর্মী মাত্রা—যেখানে প্রত্যেকটি দল পরিচালিত হচ্ছে একজন অভিজ্ঞ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকের নেতৃত্বে।

এই প্রতিযোগিতার জন্য বিতার্কিকদের নির্বাচন করা হয়েছে ২২ মার্চ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক নিলামের মাধ্যমে, যা প্রতিযোগিতাকে করে তুলেছে আরো রোমাঞ্চকর।

উৎসবে বিতর্কের পাশাপাশি থাকছে একটি বিশেষ সেগমেন্ট— ‘আন্তর্জাতিক সম্পর্ক কুইজ’, যেখানে অংশগ্রহণকারীরা তাদের আন্তর্জাতিক এবং বৈশ্বিক প্রেক্ষাপট সংক্রান্ত জ্ঞানের প্রতিফলন ঘটাবেন, যা উৎসবে যুক্ত করছে অনন্য মাত্রা।

প্রাসঙ্গিক
মন্তব্য
সিকৃবির গবেষণা

লিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
লিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্ত
সংগৃহীত ছবি

বাংলাদেশে লিচুর গান্ধী পোকা ও লাউ ফসলের স্যাপ বিটলের নতুন জাত শনাক্ত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. ফুয়াদ মণ্ডলের নেতৃত্বে গবেষকদের দল এ দুটি জাত শনাক্ত করে।

গবেষকরা বলছেন, তাদের এ গবেষণা বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিকৃবির উপাচার্যের সচিবালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে পোকা দুটির পরিচিত ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট উন্মোচন করা হয়।

এতে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করে গবেষকরা জানান, লিচুর গান্ধী পোকার আকৃতি সাধারণত গান্ধী পোকার চেয়ে বড়। এই শোষক পোকা লিচুর কচি পাতা, কাণ্ড এবং ফলের রস শোষণ করার কারণে কচি অবস্থায়ই লিচু শুকিয়ে যায় এবং মাটিতে ঝড়ে পরে। গবেষণায় দেখা গেছে, মারাত্মক আক্রমণের ফলে লিচুর ৮০ শতাংশ ফলনই কমে যায়।

গবেষকরা আরো জানান, লাউয়ের স্যাপ বিটল দলবদ্ধভাবে লাউয়ের প্রজনন পর্যায়ে পুরুষ ফুলে ব্যাপকভাবে আক্রমণ করে সব পরাগ রেণু খেয়ে ফেলে।

ফলে পরাগায়ন না হওয়ায় লাউয়ের ফল ধারণ সম্ভব হয় না। এতে ফলন ব্যাপক হারে হ্রাস পায়।

সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে লিফলেট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএইয়ের ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অর্থ ও সাপোর্ট সার্ভিসের অতিরিক্ত পরিচালক ড. মো. কাজী মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএইয়ের মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ডিএইয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

তিনি বলেন, ‘কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণা খুবই গুরুত্বপূর্ণ।’ এ সময় তিনি প্রযুক্তি সম্প্রসারণে যেকোনো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মো. সাইফুল আলম।

অনুষ্ঠান শেষে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ডিএইয়ের মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলমের কাছে নতুন দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট কৃষক পর্যায়ে বিতরণের জন্য হস্তান্তর করেন।

মন্তব্য

কালিয়াকৈরে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শিক্ষার্থী বহিষ্কার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বন করার অভিযোগে সাকিব হোসেন নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক মো. সোহেল রানাকে আগামী পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান।

 

শিক্ষা অফিসার বলেন, ‘গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ভোকেশনালের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া হল পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক সোহেল রানাকে আগামী পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ