হলিউডের চলচ্চিত্রে রোনালদো

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হলিউডের চলচ্চিত্রে রোনালদো
নতুন প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করেছেন ক্রিস্টিয়ানো রোনালেদো।

ফুটবল মাঠের সাফল্যের পর এবার সিনেমার পর্দায়ও নিজের প্রতিভার ছাপ রাখতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালেদো। হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস ইউআরমার্ভ (URMarv)। এর মাধ্যমে এবার চলচ্চিত্র জগতে পদার্পণ করতে যাচ্ছেন এই কিংবদন্তি । 

ইতিমধ্যে ফ্যাশন, পারফিউম, ফিটনেস এবং হোটেল ব্যবসায় নিজের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন রোনালদো।

এবার তার লক্ষ্য চলচ্চিত্র শিল্পে নিজের অবস্থান গড়ে তোলা।  ইউআরমার্ভ স্টুডিওটি রোনালদোর বিশ্বজোড়া জনপ্রিয়তাকে ভনের পরিচালনা এবং অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে খেলাধুলা এবং সিনেমার দুই জগতকে একত্রিত করবে। সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন রোনালদো। 

গত বছরই রোনাল্ডো তার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেন এবং ঘণ্টাখানেকের মধ্যেই ইউটিউবের ইতিহাসে সর্বাধিক ভিউ এবং অনুসারীর রেকর্ড ভেঙে ফেলেন।

এবার তিনি বড় পর্দায়ও রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন।

এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায়, ব্যবসায়িক নতুন উদ্যোগের দিকে তাকিয়ে থাকা এই অধ্যায়টি আমার জন্য অত্যন্ত উত্তেজনাকর।’

একই বিবৃতিতে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন যা আমি কখনোই লিখতে পারতাম না। আমি তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা তৈরি করতে মুখিয়ে আছি— সে সত্যিকারের একজন সুপারহিরো।

লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস, এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস এবং কিংসম্যান সিরিজের মতো একাধিক হিট ফ্র্যাঞ্চাইজির পরিচালক ও প্রযোজক হিসেবে পরিচিত ম্যাথিউ ভন, সর্বশেষ ২০২৪ সালে স্পাই থ্রিলার ‘আর্গাইল’ নির্মাণ করেন, যেখানে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল ও ব্রাইস ডালাস হাওয়ার্ড।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াব্যক্তিত্ব প্রায়ই ফুটবল-পরবর্তী জীবন নিয়ে কথা বলেন। তিনি বহুবার বলেছেন, ফুটবলের পরবর্তী জীবনে তিনি কোচিংয়ের চেয়ে ব্যবসায়িক দিকেই মনোযোগ দিতে চান। তার এই নতুন স্টুডিও ফুটবলপ্রেমী ও চলচ্চিত্র দর্শকদের জন্য বড় কোনো উপহার নিয়ে আসবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা!

মন্তব্য

সম্পর্কিত খবর

স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয়, বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয়, বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ
সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জোতি। আরো একবার জ্বলে উঠেছে তার ব্যাট। স্কটল্যান্ডের বিপক্ষেও করেছেন দুর্দান্ত ব্যাটিং। তাতে দারুণ এক জয়ে নারী বিশ্বকাপের টিকিটের অনেক কাছাকাছি চলে এসেছেন বাঘিনীরা।

মঙ্গলবার লাহোরে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে তারা। জবাবে ৫০ ওভার পুরো ব্যাট করে ৯ উইকেটে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।

এই জয়ের ফলে টুর্নামেন্টে এখনো অপরাজিত থাকা বাংলাদেশের নারী দল স্বাগতিক পাকিস্তানের সঙ্গে একমাত্র অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের জন্য আরো এক ধাপ এগিয়ে গেল।

বাংলাদেশের এই জয়ের মূল নায়িকাই ছিলেন জ্যোতি। ৫৯ বলে ঝড়ো ৮৩ রানের ইনিংসে ভর করেই নিজেদের রেকর্ড পুঁজি পায় বাংলাদেশ। তাতেই থাইল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে ৩ উইকেটে করা ২৭১ রানের পুঁজিকে ছাড়িয়ে যায় দলটি।

যদিও উইকেট হারিয়ে শুরুটা কিছুটা শঙ্কার ছিল।

ওপেনার ইসমা তানজিম ২৯ বলে ১৪ রান করে ফিরে গেলে চাপ তৈরি হয়। তবে এরপর ফারজানা হক (৮৪ বলে ৫৭ রান) ও শারমিন আখতার (৭৯ বলে ৫৭ রান) দুর্দান্ত জুটি গড়ে তোলেন। এই জুটি ১০৩ রান যোগ করলে দলের ভিত মজবুত হয়।

এরপর বল হাতে উজ্জ্বল ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪০ রানে ৪ উইকেট নিয়ে স্কটল্যান্ডকে ২৪২-৯ রানে থামিয়ে দেন তিনি।

এছাড়া জান্নাতুল ফেরদৌস সুমনা ২ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১০১ রানের ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান জোতি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের রেকর্ড রান তাড়ার ম্যাচে করেন ৬৮ বলে ৫১ রান। স্কটল্যান্ডের বিপক্ষে ইনিংসসহ এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে টানা তিনটি অর্ধশতক হাঁকানোর একমাত্র ঘটনা তার।

বর্তমানে ২১৭.৫০ গড় এবং ১১৩.৫২ স্ট্রাইক রেট নিয়ে জোতি বাছাইপর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৩৫ রান নিয়ে তিনি ব্যাটারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। 

উল্লেখ্য, ১০০ রান বা তার বেশি করা ব্যাটারদের মধ্যে জ্যোতির স্ট্রাইক রেটও সর্বোচ্চ।

মন্তব্য

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা।

বেশ অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ এরভিন।

এ ছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

মন্তব্য

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা
ওয়ানডে ইতিহাসে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ছবি : বিসিবি

রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না নিগার সুলতানা জ্যোতিরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়েছিলেন তারা। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন।

আরো পড়ুন
ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

 

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ ৬ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭৬ রান করেছে বাংলাদেশ।

রেকর্ড সংগ্রহে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জ্যোতি। আজ আইসিসির কাছ থেকে সুখবর পাওয়ার দিনে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৭ নম্বরে উঠার দিনে ১৪০.৬৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে।

জ্যোতির এমন ইনিংসের আগে অবশ্য বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন জোড়া ফিফটি করা ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা।

দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়ার পথে ৫৭ রানের ইনিংস খেলেছেন দুজনই। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

 

টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। আজ জিততে পারলে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথটা আরো সহজ হবে প্রথম দুই ম্যাচজয়ী জ্যোতিদের।

কেননা শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই বাছাইপর্বের ফাইনালে খেলার সুযোগ পাবে। আর বাছাই পর্বের ফাইনাল মানেই আসন্ন ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত।

মন্তব্য

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস
ছবি : কালের কণ্ঠ

২-১ গোলে রহমতমগঞ্জকে হারিয়ে ফেডারেশ কাপের ফাইনালে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে কিংসরা। ২২ এপ্রিল ফাইনাল খেলবে বসুন্ধরা কিংস।

বিকেলে কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারের ৭৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় রহমতগঞ্জ।

কিন্তু ৭ মিনিটের মধ্যে বসুন্ধরার সাদ উদ্দিন গোল করে সমতা ফেরান। ১-১ স্কোরলাইন নিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন কিংসের বদলি ডিফেন্ডার ইনসান হোসেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ