কালশী ফ্লাইওভারে কারের ধাক্কায় দুজনের মৃত্যু

৯ জেলায় সড়কে ঝরল ১৫ প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
৯ জেলায় সড়কে ঝরল ১৫ প্রাণ

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো মো. তোফাজ্জল (১৬) ও রিয়াদ হোসেন (১৮)। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পল্লবী থানার উপপরিদর্শক মো. আতিকুর রহমান জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল।

কালশী ফ্লাইওভারে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আরিফ হাসান জানান, মোটরসাইকেলটি ফ্লাইওভারে উঠছিল। পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেট কার এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা যাত্রী ফ্লাইওভার থেকে ছিটকে ২৫ ফুট নিচের রাস্তায় পড়ে যায়। মোটরসাইকেলচালকের দেহ রেলিংয়ের পাশে পড়ে ছিল।

নিহত তোফাজ্জল মাটিকাটা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামের মো. রেনুর ছেলে। সে মাটিকাটা এলাকায় থাকত। অন্যদিকে নিহত রিয়াদ চাঁদপুর সদরের ইমামকান্দি গ্রামের বিল্লাল গাজির ছেলে। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিল।

বাঘায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের সাজির বটতলা মান্নান কাজীর বাড়ির সামনে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত মাজদার রহমান (৬০) মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

ভালুকায় দুজন নিহত : ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামের মো. রুবেল (৩০) এবং ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭৮)।

মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত : নাতিকে নিয়ে ওষুধ কিনতে গিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় আছিয়া বেগম (৫৮) নিহত হয়েছেন। পটুয়াখালীর দুমকীতে গত শুক্রবার রাত ৮টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্শ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। 

গলাচিপায় এক বৃদ্ধ নিহত : গলাচিপা-পটুয়াখালী সড়কে হরিদেবপুর পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় গতকাল বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের ধাক্কায় সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

জীবননগরে নিহত ২ : চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন নাহিদ হোসেন (২০) ও প্রত্যয় (১৮)। নাহিদ হোসেন উপজেলার রায়পুর গ্রামের এবং প্রত্যয় আলিপুর গ্রামের বাসিন্দা।

মেহেরপুরে মাছ ব্যবসায়ী নিহত:  মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মাছবোঝাই আলগামন উল্টে মাছ ব্যবসায়ী জুয়েল রানা (২৮) নিহত হয়েছেন। নিহত জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের বাসিন্দা।

শরীয়তপুরে সেনা সদস্যের মৃত্যু : শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালার বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আল মামুন সরদার (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আল মামুন সরদার ডামুড্যা উপজেলার বাহেরচর ইউনিয়নের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে।

অটোচাপায় শিশু নিহত : দোকান থেকে চানাচুর কিনে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় একটি শিশু নিহত হয়েছে। শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।

বাস-অটো সংঘর্ষে প্রাণ গেল নারীর : রাজশাহীতে বাস ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে একজন নারী নিহত এবং আহত হয়েছে চারজন। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পবা উপজেলার হরিপুর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন (২৬) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে।

গাজীপুরে নিহত দুই : ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রাতে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চণ্ডীপুর গ্রামের মাহাবুর রহমান বাবু (৪০) এবং একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মো. ওবাইদুল হক (৪৭)।

মন্তব্য

সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৫

সাঁড়াশি অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনভর মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জাবেদ, রুবেল, মুরাদ, তাহিদুল, মিরাজ, সাম, মুনসুর, আরিফ, মন্টি পাটোয়ারী, জামিল, সজল, শোয়েব, মাহাফুজ, আরিফ ও রাশেদ।

মন্তব্য

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী রাজধানীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী রাজধানীতে গ্রেপ্তার

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে মামলা আছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) রেজাউল করিম মল্লিক বলেন, কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে।

এর যেকোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য

‘গরমে সব আদালতে যেন এসি দেওয়া হয়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘গরমে সব আদালতে যেন এসি দেওয়া হয়’

গরমে অধস্তন আদালতের এজলাসে (বিচারকক্ষে) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশনার-এসি) বসাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। গতকাল রবিবার তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, গরমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সংশ্লিষ্ট আইনজীবীদের কালো গাউন পরতে হবে।

গরমে কালো গাউন পরা নিয়ে গত ২৫ মার্চ বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তাপপ্রবাহের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এ নির্দেশনা ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

গতকাল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বিষয়টি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। সুপ্রিম কোর্টের এই বিজ্ঞপ্তি অনুসারে ট্রাইব্যুনাল গরমে গাউন পরা শিথিল করবে কি না জানতে চান।

তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এখানে তো এসি আছে, তাই এখানে গাউন পরতে হবে। এসি থাকলে গাউন পরতে সমস্যা কী? তার পরও কেউ যদি গরমে গাউন পরতে অসুবিধা বোধ করেন, আমাদের বললে আমরা সেটি বিবেচনা করব।

চেয়ারম্যান বলেন, নিম্ন আদালতের প্রতিটি কোর্টে যেন এসি থাকে, সেই ব্যবস্থা করা উচিত। সেখানে বিচারপ্রার্থী, আসামি, আইনজীবীসহ অনেক মানুষের উপস্থিতি থাকে।

এসি না থাকলে বিচারকরা কিভাবে বিচার করবেন? গরমে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়। আমাদের হাম্বল রিকোয়েস্ট, সব আদালতে যেন এসি দেওয়া হয়।

ট্রাইব্যুনালে এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

ছুটি শেষে খুলেছে সচিবালয় কাটেনি ঈদের আমেজ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
ছুটি শেষে খুলেছে সচিবালয় কাটেনি ঈদের আমেজ

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে গতকাল রবিবার খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঈদের আমেজ এখনো কাটেনি। প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন।

অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করছেন। 

গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগই উপস্থিত, আবার অনেক কক্ষে চেয়ার-টেবিল ফাঁকা পড়ে রয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। কোলাকুলি করছেন একে অপরের সঙ্গে।

সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। তবে সচিবালয়ের করিডর, লিফটগুলোর সামনে ভিড় ছিল না, আর সচিবালয়ে দর্শনার্থী কক্ষটিও ছিল ফাঁকা। আর গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য সময়ের মতো গাড়িতে ভরা ছিল না।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার অফিস খুলেছে, তবে অনেকেই ঐচ্ছিক ছুটি উপভোগ করছেন।

ঈদের পরে প্রথম কর্মদিবস মোটামুটি এমনই হয়ে থাকে। খুব একটা কাজ হয় না, আবার অনেকেই ছুটিতে থাকেন। যাঁরা অফিসে এসেছেন তাঁরাও গল্প করে সময় কাটাচ্ছেন। আগামী সপ্তাহ থেকে সচিবালয়ের অফিস পুরোদমে শুরু হবে বলে মনে করেন তাঁরা।

গত সোমবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

ঈদ উপলক্ষে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল (শনি, রবি, সোম, মঙ্গল ও বুধবার) সাধারণ ছুটি এবং ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। সব মিলিয়ে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন। ছুটি শেষে গতকাল অফিস শুরু হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ