রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো মো. তোফাজ্জল (১৬) ও রিয়াদ হোসেন (১৮)। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পল্লবী থানার উপপরিদর্শক মো. আতিকুর রহমান জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল।
কালশী ফ্লাইওভারে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আরিফ হাসান জানান, মোটরসাইকেলটি ফ্লাইওভারে উঠছিল। পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেট কার এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা যাত্রী ফ্লাইওভার থেকে ছিটকে ২৫ ফুট নিচের রাস্তায় পড়ে যায়। মোটরসাইকেলচালকের দেহ রেলিংয়ের পাশে পড়ে ছিল।
নিহত তোফাজ্জল মাটিকাটা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামের মো. রেনুর ছেলে। সে মাটিকাটা এলাকায় থাকত। অন্যদিকে নিহত রিয়াদ চাঁদপুর সদরের ইমামকান্দি গ্রামের বিল্লাল গাজির ছেলে। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিল।
বাঘায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের সাজির বটতলা মান্নান কাজীর বাড়ির সামনে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত মাজদার রহমান (৬০) মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
ভালুকায় দুজন নিহত : ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামের মো. রুবেল (৩০) এবং ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭৮)।
মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত : নাতিকে নিয়ে ওষুধ কিনতে গিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় আছিয়া বেগম (৫৮) নিহত হয়েছেন। পটুয়াখালীর দুমকীতে গত শুক্রবার রাত ৮টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্শ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
গলাচিপায় এক বৃদ্ধ নিহত : গলাচিপা-পটুয়াখালী সড়কে হরিদেবপুর পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় গতকাল বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের ধাক্কায় সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জীবননগরে নিহত ২ : চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন নাহিদ হোসেন (২০) ও প্রত্যয় (১৮)। নাহিদ হোসেন উপজেলার রায়পুর গ্রামের এবং প্রত্যয় আলিপুর গ্রামের বাসিন্দা।
মেহেরপুরে মাছ ব্যবসায়ী নিহত: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মাছবোঝাই আলগামন উল্টে মাছ ব্যবসায়ী জুয়েল রানা (২৮) নিহত হয়েছেন। নিহত জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের বাসিন্দা।
শরীয়তপুরে সেনা সদস্যের মৃত্যু : শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের বালার বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আল মামুন সরদার (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আল মামুন সরদার ডামুড্যা উপজেলার বাহেরচর ইউনিয়নের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে।
অটোচাপায় শিশু নিহত : দোকান থেকে চানাচুর কিনে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় একটি শিশু নিহত হয়েছে। শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।
বাস-অটো সংঘর্ষে প্রাণ গেল নারীর : রাজশাহীতে বাস ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে একজন নারী নিহত এবং আহত হয়েছে চারজন। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পবা উপজেলার হরিপুর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন (২৬) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে।
গাজীপুরে নিহত দুই : ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রাতে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চণ্ডীপুর গ্রামের মাহাবুর রহমান বাবু (৪০) এবং একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মো. ওবাইদুল হক (৪৭)।