জুলাই গণ-অভ্যুত্থানের পর দীর্ঘ ৯ মাস পার হলেও খুনিদের বিচার প্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন কুমিল্লার ৩৭ শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, জুলাইয়ে গণহত্যার বিচার কার্যক্রম ধীর গতিতে চলছে। আসামি ধরতে পুলিশ গড়িমশি করছে। এরই মধ্যে অনেক আসামি বিদেশ পালিয়ে গেছে।
জুলাই হত্যাকাণ্ড : বিচারের অপেক্ষায় কুমিল্লার ৩৭ শহীদ পরিবার
শাহীন আলম, কুমিল্লা (উত্তর)

ঈদ পরবর্তী সময়ে গণমাধ্যমকর্মীদের কাছে এমন ক্ষোভ প্রকাশ করেন শহীদদের স্বজনরা।
শহীদ রায়হান রাব্বির বাবা ফজর আলী বলেন, ‘প্রয়োজনে আমার জীবনও আমি দেব’ তবুও এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই বিচার কার্যক্রম শেষ করতে হবে। নির্বাচিত সরকার আসলে এ বিচার হবে না।
গত ৪ আগষ্ট দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় আ.লীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয় স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল। তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে স্ত্রী হ্যাপী আক্তার গণমাধ্যম কর্মীদের বলেন, 'এই হত্যাকাণ্ডের বিচার পাব কিনা জানি না।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট সকালে গুলিস্তান এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় দেবিদ্বার ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামের জহিরুল ইসলাম রাসেল। বাবা মারা যাওয়ার পর একমাত্র ছেলে রাসেল ঢাকার গুলিস্তানে একটি জুতার কারখানায় কাজ করে সংসার চালাতেন। শহীদ রাসেলের মা মোর্শেদা বেগম বলেন, 'একমাত্র ছেলেকে হারালাম। যে আমার সংসারটা চালিয়ে রাখত। তার সাড়ে ৩ বছরের মেয়ে ঝুমা কবরের পাশে গিয়ে বারবার বাবাকে খোঁজে। আমার ছেলে হত্যার বিচার কি আমি দেখে যেতে পারব না?'
দেবিদ্বারের ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের শহীদ কাদির হোসেন সোহাগ ঢাকায় একটি পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারীম্যান হিসেবে চাকরি করত। দুই ভাইয়ের মধ্যে সোহাগ বড়। বাবা মারা যাওয়ার পর সোহাগের মা ঢাকায় বাসায় কাজ করে দুই ভাইকে লেখা-পড়া করিয়েছেন। গত বছরের ২০ জুলাই রাজধানীর গোপীবাগ এলাকায় সংঘর্ষ চলাকালীন রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন ২৪ বছরের সোহাগ। পরে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
শহীদ কাদির হোসেন সোহাগের মা নাছিমা বেগম বলেন, 'স্বামী মারা যাওয়ার পর গত ২২ বছর ছেলে দুইটা আগলে রাখছি। শেষ পর্যন্ত আর পারলাম না। যে সংসার চালাইত তারেই কেড়ে নিল। আমার সন্তান হত্যার বিচার কবে হবে। আমি কি দেখে যেতে পারব!। আজকে ৯ মাস হলো আমার ছেলে মা বলে ডাক দেয় না। যারা আমার ছেলেকে গুলি করে মারছে আমি তাদের বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকারের এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে।'
৫ আগষ্ট চৌদ্দগ্রাম থানার সামনে বিজয় মিছিলে শিক্ষার্থীদের ওপর এলোপাতারি গুলি চালায় পুলিশ। গুলিতে নিহত হয় কুমিল্লা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র জামশেদুর রহমান। জামশেদের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায়। জামশেদের পিতা মো. শাহ জালাল বলেন, 'তিন ছেলের মধ্যে সবার ছোট জামশেদ। বড় ছেলে বেকার, মেজো ছেলে বিদেশে। জামশেদ সব সময় বলত, স্বৈরাচার সরকার পরিবর্তন হলে আমি সরকারি চাকরি করব বাবা। আমার ছেলের স্বপ্নপূরণ আর হলো না। হাসিনা পালানোর পর বিজয় মিছিলে পুলিশ নির্মমভাবে গুলি করে আমার ছেলেকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার আর কবে হবে।' তিনি ক্ষোভ নিয়ে বলেন, 'আন্দোলনের সময় যারা থানা পুলিশের দায়িত্ব ছিলেন তারা আমার ছেলেকে গুলি করেছে। তারা এখন কোথায়? তাদের বিচার কি হবে না?। তারা এখনও কিভাবে পুলিশের চাকরি করে!।'
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, 'কুমিল্লার ৩৭ শহীদ পরিবারের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। এ ছাড়া সরকারি অনুদানের সঞ্চয়পত্র প্রথম কিস্তির ১০ লাখ টাকা এসেছে। আমি নিজে এগুলো বিতরণ করেছি এবং যারা আহত আছেন তাদের জন্য ২ ক্যাটাগরিতে ২ লাখ ও ১ লাখ করে বিতরণ করা হয়েছে।'
তিনি আরো বলেন, 'যারা জুলাই আন্দোলনে শহীদ ও আহত হয়েছেন আমরা তাদের পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।'
২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটেছে দেশের ইতিহাসে অভূতপূর্ব রাজনৈতিক পটপরিবর্তন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান, ৩০ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর অবসান হয় শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের।
সম্পর্কিত খবর

কিশোরীকে ধর্ষণের পর ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিল ৫ বন্ধু, অতঃপর...
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে এক কিশোরীকে (১৬) পাঁচ বন্ধু সংঘবদ্ধধর্ষণের করে ভিডিও ফেসবুকে প্রচার করার অভিযোগে কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার মো. নয়ন মোল্লা (২০) মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সঙ্গে নয়ন মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় ৫ জনকে আসামি করে টঙ্গীবাড়ী থানায় মামলা হয়েছে।

সাটুরিয়ায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, দিনটি আমাদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। পহেলা বৈশাখ আমাদের নতুন বছরকে আশা ও অনুপ্রেরণায় ভরে তোলে। নতুন বর্ষবরণে মানিকগঞ্জের সাটুরিয়ায় আয়োজিত হচ্ছে গ্রামীণ বৈশাখী মেলা। উপজেলার ৯টি ইউনিয়নের ৬ ইউনিয়নে আয়োজন করা হচ্ছে এই মেলার।
উপজেলা প্রশাসন কর্তৃক বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, দেশীয় ঐতিহ্যবাহী লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
বরাইদ ইউনিয়নের ছনকা মোল্লা পাড়া মাঠে লোকজ মেলা ও ঘৌড় দৌড়ের আয়োজন করা হয়েছে। সাভার হামজা মাঠে, দিঘলীয়া ইউনিয়নে প্রফিল্ল ঋষিপাড়ায়, বালিয়াটি ইউনিয়নে ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বাহ্রা ঋষিপাড়ায়, দরগ্রাম ইউনিয়নে সাফুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেবারিয়া গ্রামে তিল্লী ইউনিয়নে পশ্চিম চরতিল্লী, ধানকোড়া ইউনিয়নে খল্লী দাসপাড়া গ্রামীণ লোকজ মেলার আয়োজন করে স্থানীয় গ্রামবাসী।
এসব মেলায় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বৈশাখী বর্ষবরণ উৎসব বাঙালির প্রাণের উৎসব। সব ধর্ম, সব জাতি এক কাতারে এসে উৎসব পালন করে। উপজেলা প্রশাসন থেকে বর্ষবরণের নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম বলেন, ‘উপজেলার বেশ কয়েকটি স্থানে বর্ষবরণ উপলক্ষে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবু আমরা সতর্ক রয়েছি।’

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে যাত্রীবাহী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।
ট্রেনটির দায়িত্বে থাকা ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম গণমাধ্যমকে বলেন, ‘নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসে চিলাহাটি এক্সপ্রেস। ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি গাজীপুর ও মৌচাকের মাঝামাঝি সালনা এলাকায় পৌঁছলে হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল রেলওয়ে সড়কের সালনা এলাকায় ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে পুরো উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে আসছে।’

কুলাউড়ায় ট্রেন থেকে ১১ বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় রেলওয়ে সেকশনের ভাটেরায় চলন্ত অবস্থায় আন্ত নগর কালনি এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
বরমচাল রেলস্টেশনের মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে আকস্মিকভাবে পেছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।