বৃষ্টিতে ঢাকার বায়ুমানে উন্নতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বৃষ্টিতে ঢাকার বায়ুমানে উন্নতি
ছবি: কালের কণ্ঠ

টানা কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। আর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসের মানে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে ছিল। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বাতাসের স্কোর ছিল ৯৯।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায়। সেখানে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এদিন সাভারের হেমায়েতপুর (১৩৪), মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার (১২৯), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১১৪) এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

 

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৭ গুণ বেশি রয়েছে। 

আজও বিশ্বের শহরগুলোর তালিকায় দূষণের শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু (২২৪)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২২৩)।

শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে ইরাকের বাগদাদ (১৮১), ভিয়েতনামের হ্যানয় (১৭৫), পাকিস্তানের লাহোর (১৬০) ও ভারতের মুম্বাই (১৫৬)। এসব শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

আসছে পহেলা বৈশাখ, বাজারে ইলিশের দাম কেমন?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আসছে পহেলা বৈশাখ, বাজারে ইলিশের দাম কেমন?
ছবি: কালের কণ্ঠ

আসছে বাংলা ১৪৩২ সন। দিনকয়েক বাদেই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণে প্রস্তুতি নিচ্ছেন সবাই। চলছে ভোজনরসিক মাছে-ভাতে বাঙালির ইলিশ পান্তা খাওয়ার তোড়জোড়ও।

পহেলা বৈশাখ ঘিরে তাই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইলিশের বেচাকেনা। দাম ঈদের আগের তুলনায় খানিকটা কমলেও, বৈশাখের চাহিদাকে পুঁজি করে এখনও বিক্রি হচ্ছে চড়া দামেই। 

বিক্রেতারা বলছেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাজারে বেড়েছে ইলিশের বেচাকেনা। তবে দাম আগের তুলনায় খানিকটা কম।

রাজধানীর কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা মো. সাইফুর ইসলাম বলেন, জেলেদের জালে ইলিশ খুব কম ধরা পড়ছে। তবে পহেলা বৈশাখের আগে হিমায়িত ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। কিন্তু চাহিদা বাড়ায় দাম এখনও চড়াই রয়ে গেছে। 

তিনি আরো বলেন, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০-২,০০০ টাকায়।

এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ২,৫০০ টাকা, ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ২,২০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১,৬০০-১,৭০০ টাকা হারে বিক্রি হচ্ছে, আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ১,৩০০-১,৪০০ টাকা পর্যন্ত।
 
আরেক বিক্রেতা হেদায়েত বলেন, পহেলা বৈশাখ ঘিরে চাহিদা বাড়ায় বেচাকেনা বেড়েছে। বাজারে পদ্মার ইলিশের দাম চড়া। প্রতি কেজি ২ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য এলাকার ইলিশ কিছুটা কম দামেই বিক্রি হচ্ছে।

 
ক্রেতারা বলছেন, এমনিতেই ইলিশের দাম চড়া। পহেলা বৈশাখ ঘিরে সেটি আরো বেড়েছে। নাবিল নামে এক ক্রেতা বলেন, 'বাজারে পদ্মার ইলিশ নেই বললেই চলে। যাও মিলছে, সেগুলোর দামও চড়া। অন্যান্য এলাকার ইলিশে তেমন স্বাদ পাওয়া যায় না, তাই পদ্মার ইলিশের চাহিদা বেশি।'
 
আরেক ক্রেতা অর্ণব বলেন, 'পহেলা বৈশাখে পরিবারের সবার সঙ্গে মিলে পান্তা-ইলিশ খাব, তাই ইলিশ কিনতে এসেছি। তবে বাজারে পদ্মার ইলিশের দাম চড়া।'
 
ইলিশের বাজারের যখন এই হাল তখন ঘাম ঝরাচ্ছে চালের দাম। বাজারে প্রতি কেজি মিনিকেট ৮৬-৯০ টাকা, আটাইশ ৬০-৬২ টাকা ও নাজিরশাইল ৭৬-৮৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ১১৬-১১৮ টাকায়।

মন্তব্য

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা
সংগৃহীত ছবি

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় ‘রাইড ফর প্যালেস্টাইন’ স্লোগানে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও ধানমণ্ডি ৩২ হয়ে আবারও সংসদ ভবনের সামনে এসে শেষ হয়েছে।   

আরো পড়ুন
নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

 

বাংলাদেশ ভেসপা কমিউনিটির অ্যাডমিন দিদারুল ইসলাম সুজন জানান, ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোভাযাত্রাটি বের করা হয়েছে। হাজার হাজার মানুষ এ শোভাযাত্রায় স্কুটার, ভেসপা, মোটরসাইকেল, বাইসাইকেল ও গাড়ি নিয়ে অংশ নেন।

 

তিনি বলেন, বাংলাদেশের যত টু হুইলার্স গ্রুপ, ফোর হুইলার্স গ্রুপ আছে, সবাই মিলে শোভাযাত্রায় অংশ নিয়েছি।

মিছিলে অংশ নেওয়া রাইডাররা বলেন, রাইড ফর প্যালেস্টাইন মানবতার জন্য আজকে এক হওয়া। জাতি, ধর্ম, শ্রেণি-নির্বিশেষে আমরা যারা সাইক্লিং, মোটরসাইক্লিং, স্কুটার বা গাড়ি চালাই, তাদের সবাই এক হওয়াই মূল উদ্দেশ্য।
 

মন্তব্য

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরিফ ম্যানশন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

আরো পড়ুন
ঢাকায় তাপমাত্রা কমতে পারে

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

 

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও : বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে।

শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি পাঁচ টাকা। এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর : শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।


রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগিরই অভিযান : ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগিরই অভিযান : ডিএনসিসি
সংগৃহীত ছবি

দখল হওয়া পাবলিক স্পেস শিগগিরই উদ্ধার করতে অভিযান চালাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে রাজধানীর মধুবাগ কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৩ এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খাস জমি উদ্ধার করে ছোট ছোট পাবলিক স্পেস গড়া হবে। খেলার মাঠ ও পার্কগুলো সার্বক্ষণিক তদারকিতে থাকবে, অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না।

এলাকাবাসীর অংশগ্রহণে তদারকি কমিটি গঠন করা হবে।

আরো পড়ুন
প্রায় ৩০ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ, যমুনার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৩০ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ, যমুনার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

 

প্রশাসক জানান, ফুটপাত-রাস্তায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে কঠোর অভিযান চালানো হবে। প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ডিএমপি ইতোমধ্যে ‘ট্র্যাপার’ বসানো শুরু করেছে।

প্রশাসক এজাজ বলেন, মশক ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দিষ্ট দায়িত্ব প্রকাশ করা হবে ডিএনসিসির ওয়েবসাইটে।

দায়িত্বে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। ‘সবার ঢাকা’ অ্যাপ চালু হলে নাগরিকরা সহজেই অভিযোগ জানাতে পারবেন।

গণশুনানিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মশার উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইট সচল না থাকা, জলাবদ্ধতা, খাল উদ্ধার, ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, খেলার মাঠ ও সড়ক মুক্ত করার দাবি করেন স্থানীয়রা।

গণশুনানিতে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ