রাজধানীর কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে আয়শা খানম মনি (৪৫) নামের এক গৃহবধূর নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। আয়শা খানম মনি ওই এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।
তিনি দুই সন্তানের জননী।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে স্বজনদের দাবি, অভিযুক্ত মাসুদ হাওলাদার মানসিক ভারসাম্যহীন। এর আগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন তিনি।
আয়শা খানমের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব ছিল না।
আয়শা খানমের ছোট দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর বাড়ি তাঁদের নিজেদের। তাঁরা তিন ভাই। তিনি ও তাঁর ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন।
আর তাঁর বড় ভাই নাসির উদ্দিন, ভাবি আয়শা খানম মনি ও তাঁদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। গতকাল সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়শা। এ সময় বাড়ির সামনেই তাঁর ভাই (মাসুদ হাওলাদার) ভাবিকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। ভাবি মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ পালিয়ে যান।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা বিস্তারিত তদন্ত করছি এবং ঘটনায় জড়িতকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’