ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

শরীরে আগুন দিলেন যুবলীগ নেতা, অতঃপর...

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
শেয়ার
শরীরে আগুন দিলেন যুবলীগ নেতা, অতঃপর...
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দগ্ধ আশিকুর রহমান (৩৫) নামের এক যুবলীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও সম্ভুপুরা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। 

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে তার নিজ বসতঘরে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন।

মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তার স্বজন এবং প্রতিবেশীরা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন
সৌদি আরবে গ্যাস পাইপ বিস্ফোরণে নিহত ২ বন্ধুর দাফন সম্পন্ন

সৌদি আরবে গ্যাস পাইপ বিস্ফোরণে নিহত ২ বন্ধুর দাফন সম্পন্ন

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, ৩ দিন আগে পারিবারিক কলহের জেরে যুবলীগ নেতা আশিকুর রহমান কেরোসিন ঢেলে শরীরে আগুন দিলে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শৃঙ্খলা ভঙ্গ : বেলকুচিতে যুবদলের ৭ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
শৃঙ্খলা ভঙ্গ : বেলকুচিতে যুবদলের ৭ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের কয়েকটি ইউনিটের ৭ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

.

বহিস্কৃতরা হলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোর্য়াদার, হাফিজুল ইসলাম,  পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু ও সাবেক সদস্য সেলিফ আল আকবর শশী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকবার সতর্ক করা হলেও কর্ণপাত না করায় তাদের বহিষ্কার করা হয়েছে।

এদের সঙ্গে সাংগঠনিক সর্ম্পক না রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এদের কোনো অপরাধের দায়িত্ব সংগঠন নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য

রংপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
রংপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট
ছবি: কালের কণ্ঠ

রংপুর নগরীতে ব্যবসায়ীদের ডাকে আধাবেলা ধর্মঘট পালিত হচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

.

সকাল থেকে তিন ঘণ্টা ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা সাধারণ। নগরীর সব দোকানপাট বন্ধ রাখা হলেও কাঁচাবাজার, ওষুধের দোকানসহ জরুরি পণ্যের দোকানপাট খোলা রয়েছে।

আরো পড়ুন
কেনিয়ায় হাজার হাজার মূল্যবান রানী পিঁপড়া পাচারকালে আটক ৪

কেনিয়ায় হাজার হাজার মূল্যবান রানী পিঁপড়া পাচারকালে আটক ৪

 

ব্যবসায়ীরা জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুর নগরীর সুপার মার্কেটসহ সব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। রংপুর নগরী উত্তাল মিছিলে মিছিলে। বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হয়। এতে রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠন অংশগ্রহন করেন।

এর আগে, ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।

ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত ও নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়েছেন বিভাগীয় নগরীর ব্যবসায়ীরা। রংপুর নগরীর ছোট বড় বিপণীবিতান, শপিংমল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মদদপুষ্ট কৃত্রিম রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ব্যবসায়ীরা নিজ নিজ দোকানপাট বন্ধ রেখে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সংহতি ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী বলেন, 'ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনী শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হয়। ইসরায়েলের সকল পণ্য বয়কটের সিদ্ধান্তও নেওয়া হয়।'

আরো পড়ুন
বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ করবে দেশটির জনগণ : মার্কিন মুখপাত্র

বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ করবে দেশটির জনগণ : মার্কিন মুখপাত্র

 

এসময় মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকলে পাটর্স ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য

গাইবান্ধায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গাইবান্ধায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
সংগৃহীত ছবি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে দায়িত্বরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামে এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি।

আরো পড়ুন
হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও বন্ধ নেই বালু উত্তোলন

হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও বন্ধ নেই বালু উত্তোলন

 

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন পুলিশ সদস্য সাজু প্রধান।

গতকাল মঙ্গলবার রাতে দায়িত্বরত অবস্থায় আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বগুড়া হাসপাতাল নেওয়ার পথেই মারা যান।

পুলিশ সদস্য সাজু প্রধানের বাড়ি পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা সদর উপজেলার তালুককৃষাণমাটেল গ্রামে। তিনি এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

ওসি বুলবুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে দায়িত্ব পালনের সময় কনস্টেবল সাজু প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

আরো পড়ুন
আত্মহত্যা করেছেন মার্কিন অভিনেতা নিকি ক্যাট

আত্মহত্যা করেছেন মার্কিন অভিনেতা নিকি ক্যাট

 

তিনি আরো বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাদের নির্দেশে সাজুর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। তার এমন মৃত্যুতে আমরা পুলিশ পরিবার শোকাহত।

পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আজ বুধবার সকালে এখানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’

১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন সাজু প্রধান। সম্প্রতি তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যোগ দেন।

সহকর্মীদের কাছে ছিলেন হাস্যজ্জন পুলিশ হিসেবে পরিচিত।

মন্তব্য

বিএনপি নেতা মঞ্জুর এলাহীর স্ত্রীর মর্যাদা চেয়ে বহিষ্কৃত স্কুল শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএনপি নেতা মঞ্জুর এলাহীর স্ত্রীর মর্যাদা চেয়ে বহিষ্কৃত স্কুল শিক্ষিকা
ফাইল ছবি

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর বিরুদ্ধে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে স্ত্রীর মর্যাদা চেয়েছেন শারমিন রেজোয়ানা নামে এক স্কুল শিক্ষিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই দাবি করেন। এর জেরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বুধবার ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঞ্জুর এলাহী নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা বিএনপির শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রকাশ পাওয়ার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, নরসিংদীর মাধবদী থানার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন রেজোয়ানা ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেন। এতে তিনি অভিযোগ করে বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঙ্গে তার পরিচয় হয়।

পরিচয়ের এক পর্যায়ে শহরের আজিজ বোডিংয়ের একটি বাসায় নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মঞ্জুর এলাহী। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মঞ্জুর এলাহী। জেলা বিএনপির শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

এদিকে অনৈতিক সম্পর্কের অভিযোগের মধ্যেই খবর বের হয় ভুক্তভোগী নারীর মুখ বন্ধ করতে বিপুল অর্থ খরচ করেছেন প্রভাবশালী ওই শিল্পপতি বিএনপি নেতা।

টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এদিকে বিএনপি নেতার সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ এনে শারমিন রেজোয়ানার বিরুদ্ধে অভিযোগ করেছেন সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন ভূঞা। সেই অভিযোগের ভিত্তিতে গত ৮ এপ্রিল ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন অভিযোগে আদালতে মামলা করার কয়েক ঘণ্টার মধ্যে বাদীকে তুলে নিয়ে মামলা প্রত্যাহার করানোর অভিযোগ রয়েছে মঞ্জুর এলাহীর বিরুদ্ধে। ওই সময় তিনি নিজে আদালতে উপস্থিত থেকে মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় নরসিংদীজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ আছে ১১ কোটি টাকা লেনদেনের মাধ্যমে মামলাটি তুলে নেওয়া হয়েছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ