ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেনের চালক, পরিচালকসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ৪-৫ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনার রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আলীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার আসামিরা হলেন ট্রেনচালক মো. নাসির উদ্দিন, সহকারী চালক আব্দুর রাজ্জাক, ট্রেন পরিচালক (গার্ড) মো. ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ মিয়া (২৮), ইসহাক মিয়া (৩০) ও শামীম মিয়া (৪৭)। 

আরো পড়ুন
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

এর আগে গত ৮ এপ্রিল আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার দাশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। অভিযানের সময় দুটি ড্রামে ২১০ লিটার তেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় ট্রেন থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনা ছিল ওপেন সিক্রেট।

তবে কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে গত কয়েক বছর যাবৎ তেল চুরি বন্ধ হয়। তবে সাম্প্রতিক চুরির ঘটনা বেড়ে গেছে।

পুলিশের করা অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে কোড্ডা এলাকায় ৬০৩ নম্বর কনটেইনার অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে ইঞ্জিন থেকে তেল নামানো হচ্ছিল। সবুজ সংকেত দেওয়া থাকা সত্ত্বেও ট্রেনটি দাঁড়ানো ছিল।

এ অবস্থায় রেলওয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশকে দেখামাত্র চালক ট্রেন চালানো শুরু করেন। পুলিশের পক্ষ থেকে সংকেত দেওয়া হলেও ট্রেন থামানো হয়নি। এ সময় একটি বড় ড্রামে ২০০ লিটার ও একটি ছোট ড্রামে ১০ লিটার তেল উদ্ধার করা হয়। এ ছাড়া তেল পাচারের কাজে ব্যবহৃত একটি বড় পাতিল ও একটি বাঁশ উদ্ধার করা হয়।

তবে কনটেইনার ট্রেনের চালক মো. নাসির উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘লালবাতি থাকায় ট্রেন থামানো হয়। পরে সবুজ বাতি পেয়ে ট্রেন চালানো হয়। তেল চুরির বিষয়ে আমি কিছুই জানি না।’

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, কনটেইনার থেকে তেল চুরির ঘটনায় মামলা করা হয়েছে। অভিযানের সময় ২১০ লিটার তেল উদ্ধার করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

মাউশির বিধি লঙ্ঘন

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন স্কুলশাখার শিক্ষক

তামজিদ হাসান তুরাগ, উত্তরাঞ্চল
তামজিদ হাসান তুরাগ, উত্তরাঞ্চল
শেয়ার
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন স্কুলশাখার শিক্ষক
ছবি: কালের কণ্ঠ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) পরিপত্র লঙ্ঘন করে স্কুল শাখার সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজে।

সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, যোগ্য কলেজ শাখার প্রভাষক থাকা স্বত্বেও প্রতিষ্ঠানটিতে ক্ষমতার বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান সরকার। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন থেকে।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দুনীতির নানা অভিযোগ দিলেও মেলেনি সাড়া। তদন্ত কিমিটি হলেও অভিযোগকারীরা জানেন না তদন্ত প্রতিবেদনের বিষয়ে।

আরো পড়ুন
কফি হাউজের সামনে পিটুনির শিকার সেই নারীকে খুঁজে পেয়েছে পুলিশ

কফি হাউজের সামনে পিটুনির শিকার সেই নারীকে খুঁজে পেয়েছে পুলিশ

 

২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলেমান খান সাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি উচ্চমাধ্যমিক বিদ্যালয় হয় তাহলে সহকারী প্রধান শিক্ষককে প্রতিষ্ঠানের অধ্যক্ষ/ প্রধান শিক্ষকের দায়িত্বভার অর্পণ করা যাবে না। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মরত জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপকদের মধ্যে থেকে জোষ্ঠ্য প্রভাষক বা সহকারী অধ্যাপকদের দায়িত্ব প্রদান করবেন প্রতিষ্ঠানের সভাপতি।

এই পরিপত্র জারি হওয়ার পরও বহাল তবিয়তে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন মনিরুজ্জামান সরকার। তিনি ২০১৮ সালের জুন মাস থেকে স্কুল শাখার সহকারী শিক্ষক হয়েও প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সব মিলিয়ে তিনি এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রায় ৬ বছর ৮ মাস ধরে।

জানতে চাইলে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার কালের কণ্ঠকে বলেন, ‘আমি ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি।

পরিপত্রের খ নম্বর ক্লোজে বলা আছে যে গ্রেড ৬-এর জ্যেষ্ঠ প্রভাষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবে। কিন্তু এই প্রতিষ্ঠানে গ্রেড–৬ এর শিক্ষক না থাকায় আমি দায়িত্ব পালন করছি। প্রতিষ্ঠানের কমিটি নেই। আমরা কমিটি করার জন্য আবেদন করেছি।’

আরো পড়ুন
দেশজুড়ে বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির আভাস

দেশজুড়ে বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির আভাস

 

প্রতিষ্ঠানটির অর্থনীতি বিভাগের প্রভাষক মাসুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মাউসির পরিপত্রের বিধি লঙ্ঘন করে বেআইনিভাবে মনিরুজ্জামান সরকার দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। আমরা দীর্ঘদিন ধরে তার প্রতিবাদ করে আসছি। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করে আসছি কিন্তু কোনো সমাধান হচ্ছে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্কুল শাখার শিক্ষক হয়েও তিনি কীভাবে প্রায় ৭ বছর ধরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন তা আমাদের বোধগম্য হয় না। যেখানে পরিপত্রে বলা আছে- কলেজ শাখার সিনিয়র প্রভাষক এই দায়িত্ব পালন করবেন।’

তদন্ত কমিটি হয়েছে কিন্তু প্রতিবেদন প্রকাশ হয়নি

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে একাধিকবার লিখিত অভিযোগ দাখিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ওই অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান কনকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরের ২৪ তারিখে তদন্ত কার্যক্রর্মের অংশ হিসেবে প্রতিষ্ঠানের হল রুমে ৪ শিক্ষার্থীর নেওয়া হয় সাক্ষাৎকার। তদন্ত প্রক্রিয়া ঠিক শেষ হলেও এখনো পর্যন্ত দেওয়া হয়নি কোনো তদন্ত প্রতিবেদন। ওই তদন্ত কমিটিতে আরো ছিলেন ফুলবাড়ি উপজেলা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

আরো পড়ুন
ফটিকছড়িতে ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ফটিকছড়িতে ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

 

তদন্তে সাক্ষাৎকার দেওয়া শিক্ষার্থী সফিউল হায়দায় কালের কণ্ঠকে বলেন, ‘আমরা চার জন শিক্ষার্থী ওই তদন্ত কার্যক্রমে অংশ নিয়েছিলাম। পরবর্তীতে আমরা তদন্ত প্রতিবেদন সম্পর্কে কিছুই জানতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে কনক (ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা) ভাইয়ার সঙ্গে যোগাযোগ করেছি তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে কিন্তু তিনি কোনো সদউত্তর দেননি। বলেছেন আবার তদন্ত হবে।’

জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান কনক কালের কণ্ঠকে বলেন, ‘হ্যাঁ, অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমেটি করে তদন্ত রিপোর্ট জমা দিয়েছি উপজেলা নির্বাহী স্যারের কাছে। কোনো কারণে প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি।’

আরো পড়ুন
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

 

সার্বিক বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা একটি তদন্ত কমিটি করেছি, সেই কমিটি তদন্তও করেছে। তারা প্রতিবেদনও জমা দিয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের প্রমাণ পায়নি তদন্ত কমিটি। তবে তিনি যে স্কুল শাখার শিক্ষক হয়েও দীর্ঘদিন ধরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সেটি সম্পর্কে আমরা অবগত। তবে বিষয়টি নিয়ে একটি মামলাও চলমান। আর স্কুলের কোনো কমিটিও নেই যে তারা নতুন অধ্যক্ষ নিয়োগ করবে। কমিটি গঠন নিয়ে বারবার তাগাদাও দেওয়া হয়েছে।’

মন্তব্য

ফটিকছড়িতে ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ফটিকছড়িতে ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে স্থানীয় কাজিরহাট বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে হেঁয়াকো বাজারের ব্যবসায়ী কাজী নুর আহম্মেদ পরিবারের ওপর হামলা ও লুটপাটের এ অভিযোগ করেন।

আরো পড়ুন
কফি হাউজের সামনে পিটুনির শিকার সেই নারীকে খুঁজে পেয়েছে পুলিশ

কফি হাউজের সামনে পিটুনির শিকার সেই নারীকে খুঁজে পেয়েছে পুলিশ

 

ব্যবসায়ী কাজী নুর আহম্মেদ বলেন, ‘স্থানীয় বখতেয়ার ও আজিমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে আমার ভাড়া বাসায় মঙ্গলবার দুপুরে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় আমাকে তারা বেধড়ক মারধর করলে আমি অজ্ঞান হয়ে পড়ি। আমাকে রক্ষা করতে আমার স্ত্রী ও সন্তানেরা এগিয়ে আসলে তাদের ওপরও চড়াও হন তারা। পরে প্রতিবেশীরা আমার আমাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘এ সময় সন্ত্রাসীরা ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত বখতেয়ার বিগত সময়ে আওয়ামী লীগ নেতা ও দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমের ছত্রছায়ায় থাকতেন, বর্তমানে ওই এলাকার এক বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় ভূজপুর থানায় আমি লিখিত অভিযোগ দিয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে এ ঘটনার বিচার দাবি করছি আমি।’

আরো পড়ুন
চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ

চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ

 

ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, ‘হেঁয়াকো বাজারের ব্যবসায়ী নুর আহম্মেদের পরিবারের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।

তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
শেয়ার
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
ছবি: কালের কণ্ঠ

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।

 

এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তিনি তৈরি করেননি। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।

 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্‌ঘাটন হবে।

মন্তব্য

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতির আগুনে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভুলিগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই বসতঘরের মালিক হায়দার আলী।

আরো পড়ুন
অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হায়দার আলীর ঢাকায় থাকেন। ছেলে বাপ্পি এসেছেন বাড়িতে। গতকাল মঙ্গলবার রাতে বাপ্পি ঘরের টেবিলের ওপর মোমবাতি জ্বালিয়ে অন্য এক বাড়িতে রাতের খাবার খেতে যান।

এরই মধ্যে কিছুক্ষণ পর আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাই ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিভানোর কাজ শুরু করে কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মঞ্জুর ফরাজি বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে রওনা হই।

ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি কিন্তু কাছাকাছি জায়গায় পানি না থাকায় আমাদের পানি শেষ হয়ে যায়। পরবর্তীতে আবারও আমাদের গাড়ি গিয়ে পানি আনে তারপর আগুন নেভানো হয়েছে।’

আরো পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

 

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের জানিয়ে মোমবাতি জ্বালানো ছিল ঘরের ভেতর। ধারণা করা হচ্ছে ওই মোমবাতি থেকেই আগুনে সূত্রপাত হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ