ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন তাসনিম জারা
ডা. তাসনিম জারা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মানুষকে সততা ও নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

জনগণ আর চাঁদাবাজদের কাছে ফিরবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল বুধবার (২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন।

তাসনিম জারা ওই পোস্টে লিখেছেন, ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে।

তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়।’

এই রিপোর্ট লেখার সময় ওই পোস্টে প্রায় ১৭ হাজার আইডি থেকে মন্তব্য করা হয়েছে।

যাদের অনেকে ডা. তাসনিম জারার সঙ্গে একমত বলে জানিয়েছেন। আবার অনেকে বিপরীত মতও জানিয়েছেন মন্তব্যের ঘরে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ড. ইউনূসকে নিয়ে ইসলামি বক্তার দোয়া, শেয়ার করে যা বললেন প্রেসসচিব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ড. ইউনূসকে নিয়ে ইসলামি বক্তার দোয়া, শেয়ার করে যা বললেন প্রেসসচিব
শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জীবদ্দশায় নির্বাচন না চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন একজন ইসলামী বক্তা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ইসলামী বক্তার নাম, রফিকুল্লাহ আফসারী। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, তিনি দুই হাত তুলে উপস্থিত মুসল্লিদের নিয়ে দোয়া করছেন।

ওই বক্তা বলছে, 'আল্লাহ, ড. ইউনূস সাহেবের জীবদ্দশায় বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদের দিয়েছো, এই নিয়ামত তুমি ছিনায়ে নিও না। আল্লাহ তাকে নেক হায়াত দেও।'

ভিডিওটি শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম।

তবে তিনি নির্বাচন নিয়ে ওই বক্তার সঙ্গে একমত নয়।

ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনি লিখেছেন, "না, অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করবে।"

মন্তব্য

সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে রাখতে বললেন পিনাকী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে রাখতে বললেন পিনাকী
সংগৃহীত ছবি

সময়ের আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, আগামীর সরকার তারাই গঠন করতে পারবে, যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের নিজেদের সঙ্গে রাখতে পারবে। শনিবার (৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন
সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন?

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন?

 

পিনাকী  ভট্টাচার্য লিখেছেন, “জামায়াতে ইসলামীর ভোট কত? অনেকে বলেন ৩-৪%। ১৯৯১ সালে জামাতের ভোট ছিল ১২%-এর বেশি।

সব ইসলামী দল মিলে তা ১৪%-এর বেশি? আমার অনুমান, এই ভোট এখন তিন গুণের বেশি। বিএনপির জ্বালাপোড়া এখানেই। জামায়াতের সমস্যা তারা কনফিডেন্ট না। ওয়েস্ট মনে করতেছে জামায়াত আসলে তো...।
ইনফ্যাক্ট একটা লুজ কোয়ালিশন যদি হয় জামায়াত, এনসিপি আর অন্যান্য ইসলামপন্থী দলের, তাইলে কিন্তু আগামীকাল ইলেকশন হলে বিএনপি খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়বে। সোশ্যাল মিডিয়া যদি অ্যান্টি বিএনপি কোয়ালিশনের সঙ্গে থাকে, আমি লিখে দিতে পারি বিএনপির কোনো চান্স নেই ইলেকশনে জেতার। এ জন্যই বিএনপি সোশ্যাল মিডিয়ার ওপরে বিলা।’

তিনি আরো বলেন, ‘আপনি মানেন বা না মানেন, সোশ্যাল মিডিয়া আজকের কিং মেকার।

ভুল জায়গায় নাড়া দিয়েন না। এখনো সময় আছে।’

তার মতে, ‘আমার ট্রাঞ্জিশনাল সরকার ছাড়া বিএনপির সামনে আর কোনো ভালো অপশন নেই। এইটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো।’

মন্তব্য
ফেসবুক পোস্টে সাইয়েদ আব্দুল্লাহ

‘জুলাই বেচে খাওয়া শুরু করেছে অনেকেই’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘জুলাই বেচে খাওয়া শুরু করেছে অনেকেই’
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭) শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর পরে শনিবার (৫ এপ্রিল)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ নিজের ফেরিফায়েড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন। 

এতে তিনি লিখেছেন, ‘অবশেষে মারাই গেছে হৃদয়। ১৭ বছর বয়সী হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত, গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে।

১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয় হৃদয়। তার মাথার ভেতর তিনটা গুলি ছিল। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা হয় তার, দুইটা গুলি বের করা সম্ভব হলেও আরেকটা বের করা সম্ভব হয়নি সেখানে। দরকার ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া।
কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। আর গুলি বের করতে না পারায় তাকে এতগুলো মাস জ্বালা যন্ত্রণা নিয়েই থাকতে হয়েছে। থেকেই থেকেই গায়ে প্রচণ্ড জ্বর আসত।

সম্প্রতি শরীরের অবস্থা খুব খারাপ হয়ে উঠলে শুক্রবার দুপুরের দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তাকে।

বিকেল ৪টার দিকে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করে হৃদয়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক—এই দোয়া করা ছাড়া আর কী করার আছে এখন!

আরো পড়ুন
সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক

সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক

 

হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেছেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিকশা ও একটি গরু বিক্রির টাকা দিয়ে যতটুক পেরেছি, ততটুক চেষ্টা করেছি। হৃদয়ের মাথার তিনটি গুলির দুটি বের করেছেন ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা। আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি।

বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা গেলে আমার ছেলে হয়তো বেঁচে থাকত।’ হৃদয়ের বড় ভাই সোহাগ ইসলামও আক্ষেপ নিয়ে জানিয়েছেন তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি। সেটা হলে হয়তো বেঁচে যেত সে।

জুলাই নিয়ে ইতোমধ্যে যথেষ্ট চেতনাব্যবসাও হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। জুলাই বেচে খাওয়া শুরু করেছে অনেকেই। কিন্তু কথাটা হলো হৃদয়দের কেন তাহলে ৮ মাস পরও উন্নত চিকিৎসার ব্যবস্থা হলো না? নাকি মুখেমুখেই শুধু জুলাইয়ের চেতনা বিক্রি চলছে কিন্তু সত্যিকার অর্থে যেসব আহত ভাইয়েরা আছেন, তাদেরকে ইগনোর করা হচ্ছে? 

হৃদয়ের বাবা আনসার হাওলাদার যেই প্রসঙ্গ তুলেছেন, সেটার উত্তর দেওয়ার কোনো সক্ষমতা আছে জুলাইয়ের আহতের চিকিৎসা দেখভাল করার দায়িত্বশীলদের? জুলাই ফাউন্ডেশন কিংবা সরকারের? অথবা জুলাই নিয়ে যারা সারাক্ষণ চেতনার ব্যবসায় মজে আছে তাদের কারো?

মন্তব্য

আল্লাহ! কবে হবে এর বিচার : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আল্লাহ! কবে হবে এর বিচার : আসিফ নজরুল
সংগৃহীত ছবি

‘আল্লাহ, প্রভু আমার, কবে হবে এর বিচার! কবে হবে এই নারকীয়তার অবসান!’ নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

ইসরায়েল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন নারকীয় হত্যাকাণ্ডে শত শত নিরীহ নারী, শিশু হত্যা করছে। 

আরো পড়ুন
মির্জাগঞ্জে মিরাজ বাহিনীর আতঙ্কে এলাকাবাসী

মির্জাগঞ্জে মিরাজ বাহিনীর আতঙ্কে এলাকাবাসী

 

সর্বশেষ গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়। গাজা সিটির আল-আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হয়।

আসিফ নজরুল গাজার এমনই এক ভিডিও পোস্টে এমন মন্তব্য করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ