লোকোমাস্টার আব্দুল আউয়াল রানা বলেছেন, কর্মই ধর্ম, কর্মেই মুক্তি। পেশাগত কারণে ঈদের নামাজ আদায় করতে পারিনি। নাড়ির টানে বাড়িতে নিরাপদে পৌঁছে দিতে পেরেছি, অপরিহার্য মানসিক শান্তি পাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
লোকোমাস্টার আব্দুল আউয়াল রানা বলেছেন, কর্মই ধর্ম, কর্মেই মুক্তি। পেশাগত কারণে ঈদের নামাজ আদায় করতে পারিনি। নাড়ির টানে বাড়িতে নিরাপদে পৌঁছে দিতে পেরেছি, অপরিহার্য মানসিক শান্তি পাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
আজ সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব কথা লিখেন তিনি। এর আগে সোমবার রাতে তিনি বিজয় এক্সপ্রেস ট্রেন নিয়ে আখাউড়া থেকে চট্টগ্রাম যান। তবে ট্রেন নির্ধারিত সময় থেকে বিলম্বে চলায় নামাজ আদায় করতে পারেননি তিনি।
মোবাইল ফোনে কথা হলে আব্দুল আউয়াল কালের কণ্ঠকে বলেন, ‘জামালপুর থেকে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে আসে। আখাউড়া থেকে তিনি ওঠেন সোয়া তিনটায়। সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছয়। পথিমধ্যে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় বিলম্ব হয়।
এদিকে ভৈরব-কিশোরগঞ্জ পথে ঈদ স্পেশাল ট্রেনের চালক তৌহিদুল মোরসালিনও ঈদের নামাজ আদায় করতে পারেননি। তবে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দিতে পেরে তিনি সুখ খোঁজে পেয়েছেন বলে ফেসবুকে লিখেছেন।
চালক মোরসালিন লিখেছেন, ‘ঈদ মানেই পরস্পরের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া নিজের অবশিষ্টাংশটুকু দিয়ে হলেও শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত পড়া যাত্রীদের নিরাপদ যাত্রায় নিজের সন্তানকে বাসায় রেখে ডিউটিতে হাজারো প্রাণের টানের মাঝে সুখ খুঁজে নেওয়ার শক্তি রাখি।’
সম্পর্কিত খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন। এতে তাকে রাতে ক্রিকেট মাঠে দেখা গেছে। সেই সঙ্গে গ্রাম্য দোকানে ক্যারম খেলতেও দেখা গেছে তাকে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সারজিস আলম ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে মাঠের দিকে খেলাধুলামুখী করতে হবে।
তিনি আরো বলেন, ‘সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তরুণদের সঙ্গ দিতে এবং উদ্বুদ্ধ করতে একসাথে মাঠে।’
ছবিতে দেখা গেছে, রাতে আলো জ্বালিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এতে ব্যাট হাতে সারজিস আলমকে দেখা যায়। দর্শকদের সঙ্গে কুশলাদি বিনিময়ও করেন তিনি।
অন্যদিকে, আরেকটি ছবিতে তাকে স্থানীয়দের সঙ্গে ক্যারম খেলতে দেখা যায়।
সারজিস আলম এবার নিজ এলাকা পঞ্চগড়ে ঈদুল ফিতর উদযাপন করছেন বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ঈদুল ফিতরের পরদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, রাজবাড়ীতে এবার ঈদের পরদিন সফর করেছেন শত কিলোমিটার।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ডা. তাসনিম জারা।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ঈদের পরদিন রাজবাড়ীতে ছিলাম।
তিনি লিখেছেন, ‘কোনো মঞ্চ ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না। আমরা গোল হয়ে বসেছি মানুষের ঘরের উঠানে।
তাসনিম জারা লিখেছেন, ‘এরমধ্যে একটা বৈঠকে পারভীন আপা এমন একটা গল্প বললেন, যা আমি সহজে ভুলতে পারব না।
‘কথাগুলো বলার সময় পারভীন আপা কেঁদে ফেললেন। তার কথায় ছিল গভীর এক অসহায়ত্ব।
তিনি আরো জানান, ‘আমরা দুর্নীতি নিয়ে অনেক কথাই বলি। বলি যে দেশ থেকে হাজার কোটি টাকা লুট হয়েছে। কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি, কার কাছ থেকে টাকাগুলো লুট করা হয়েছে। সেই টাকা লুট করা হয়েছে পারভীন আপাদের মতো মানুষের কাছ থেকে, যাঁরা সামান্য একটু রাস্তা, একটু সম্মান ছাড়া আর কিছুই চান না। অথচ সেটুকুও তারা পান না।’
‘যারা দেশটাকে লুট করেছে, আমার মনে হয় না কখনো তারা পারভীন আপার মতো কারো উঠানে বসে জীবনের গল্প শুনেছেন। শুনলে হয়তো তারাও রাতে ঘুমাতে পারতেন না।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফেসবুকে ঘুরছে ছবিটি।
ড. ইউনূস ও নরেন্দ্র মোদি দুজনই এখন বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্ককে আছেন।
মূলত প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন।
ওই পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, এগুলো ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি।
প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামিও ড. ইউনূস ও নরেদ্র মোদির পাশাপাশি বসে থাকা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এসব ছবি প্রচার করে হৃদরোগীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবেন না।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। দুপুর ১২টার দিকে ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেমটির মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
বিকেলে থাইল্যান্ডের ব্যাঙ্ককে স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা।
ড. মুহম্মদ ইউনূস বলেছেন, ‘তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মানুষকে সততা ও নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
জনগণ আর চাঁদাবাজদের কাছে ফিরবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
গতকাল বুধবার (২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন।
তাসনিম জারা ওই পোস্টে লিখেছেন, ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে।
এই রিপোর্ট লেখার সময় ওই পোস্টে প্রায় ১৭ হাজার আইডি থেকে মন্তব্য করা হয়েছে।