আঙুরে স্বয়ংসম্পূর্ণতার পথে সৌদি আরব

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আঙুরে স্বয়ংসম্পূর্ণতার পথে সৌদি আরব

মরুর দেশ সৌদি আরব আঙুর ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় দাবি করেছে, মোট চাহিদার ৬৬ শতাংশ আঙুর দেশেই এখন উৎপাদিত হচ্ছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালে সৌদি আরবে এক লাখ ২২ হাজার টন আঙুর উৎপাদিত হয়েছে। অর্থাৎ দেশটিতে স্থানীয় পর্যায়ে ফলটির উৎপাদন যে পরিমাণ বেড়েছে, তাতে স্থানীয় চাহিদার বেশির ভাগই পূরণ করা সম্ভব হচ্ছে।

পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের কৃষি খামারিরা যদি আরো ৭১ লাখ আঙুর চারা রোপণ করেন, তাহলে প্রতিকূল পরিবেশে শেষ পর্যন্ত ফলপ্রদায়ী ৬১ লাখ আঙুরগাছ টিকে যেতে পারে।

সৌদি আরবে আঙুর চাষ একটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত। এই দেশের মাটির ধরনও ভিন্ন। আবার নানা ধরনের পরিবেশেও আঙুরগাছ টিকে থাকতে পারে।

এই ফল চাষে পানিও কম লাগে। বর্তমানে সৌদি আরবে চার হাজার ৭২০ হেক্টর জমিতে আঙুর চাষ হয়। সবচেয়ে বেশি আঙুর ফলে তাবুকে। এখানে আঙুর উৎপন্ন হয় ৪৬ হাজার ৯৩৯ মেট্রিক টন।
এ ছাড়া কাশিম, হাইল ও আসির অঞ্চলেও আঙুরের ফল বেশি।

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় আঙুর চাষিদের আধুনিক প্রযুক্তি সরবরাহ করে। স্মার্ট ইরিগেশন সিস্টেম ও অর্গানিক ফার্মিং সম্পর্কেও হাতে-কলমে জ্ঞান দান করে। সূত্র : অ্যারাব নিউজ

মন্তব্য

সম্পর্কিত খবর

জেদ্দায় ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী আটক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
জেদ্দায় ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী আটক

হজযাত্রার জন্য বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট ও ভিজিট ভিসা ব্যবহারের অভিযোগে ৫০০ জনের বেশি মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের পুলিশ। গতকাল শুক্রবার সৌদি আরবের জেদ্দা শহরের কিং আবদুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়েছে। সৌদি পুলিশ বলেছে, মিসরীয় হজযাত্রীরা বৈধ হজ ভিসা দেখাতে পারেননি। তাঁদের মিসরে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সৌদি আরব এর আগে হজের সময়ে সব ধরনের পর্যটক ও ভিজিট ভিসায় বিধি-নিষেধ আরোপ করেছিল। প্রতিবছর হজ করতে লাখ লাখ মানুষ সৌদি আরবে যান। এই ভিড় সামলাতে এবং বৈধ হজযাত্রীদের প্রাপ্য বিভিন্ন পরিষেবা নিশ্চিত করতে সম্প্রতি কঠোর ব্যবস্থা নিয়েছে সৌদি আরব।  সূত্র : গালফ নিউজ

মন্তব্য

সাত ডলার চুরির খেসারত ৮৪ হাজার ডলার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সাত ডলার চুরির খেসারত ৮৪ হাজার ডলার

যাত্রীদের ভাড়া থেকে সাত ডলার চুরির দায়ে জাপানের এক বাসচালককে বড় ধরনের খেসারত দিতে হলো। চুরির দায়ে ওই বাসচালকের ৮৪ হাজার ডলারের অবসর ভাতা প্যাকেজ বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার  সুপ্রিম কোর্ট তাঁর এই অবসর ভাতা বাতিলের পক্ষে রায় দেন। ওই চালক একটি কম্পানির হয়ে ২৯ বছর বাস চালিয়েছেন।

২০২২ সালে ওই চালকের এক হাজার ইয়েন (সাত ডলার) চুরি করার দৃশ্য বাসের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ার পর কিয়োটো সিটি তাঁকে বরখাস্ত করে। সেই সঙ্গে শাস্তি হিসেবে তাঁকে অবসরকালীন এক কোটি ২০ লাখ ইয়েনেরও বেশি (৮৪ হাজার ডলার) অর্থ দিতে অস্বীকার করে। এবার সুপ্রিম কোর্টে ওই বাসচালক শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে হারলেন। সূত্র : এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

তালেবানের ‘সন্ত্রাসী’ তকমা বাতিল রাশিয়ার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তালেবানের ‘সন্ত্রাসী’ তকমা বাতিল রাশিয়ার

আফগানিস্তানের তালেবানকে দেওয়া সন্ত্রাসী সংগঠনের তকমা তুলে নিয়েছেন রাশিয়ার সুপ্রিম কোর্ট। আফগানিস্তানের কার্যত শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। রায়ে সুপ্রিম কোর্টের বিচারক ওলেক নেফেদোভ বলেন, সন্ত্রাসী সংগঠনের ফেডারেল তালিকায় অন্তর্ভুক্ত তালেবানের কার্যক্রমের ওপর আগে দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবান কর্তৃপক্ষ এই পদক্ষেপকে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হিসেবে দেখছে। সূত্র : এএফপি

মন্তব্য

আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চান প্রিন্স হ্যারি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চান প্রিন্স হ্যারি
প্রিন্স হ্যারি

জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার হুমকি পেয়ে সুনির্দিষ্ট নিরাপত্তা সুরক্ষার অনুরোধ করেছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। আদালতের নথি থেকে এ তথ্য জানা গেছে। আল-কায়েদার হুমকিতে নিজের পরিবারের নিরাপত্তাঝুঁকি নিয়ে ভয় থেকে এমন নিরাপত্তা চেয়েছিলেন তিনি। যুক্তরাজ্যে থাকাকালে করদাতাদের অর্থায়নে প্রিন্স হ্যারিকে প্রদত্ত সুরক্ষার স্তর নিয়ে আদালতে চলা মামলার নথিতে ব্রিটিশ রাজপুত্রের এই নিরাপত্তা চাওয়ার অনুরোধটি দেখা যায়।

প্রিন্স হ্যারি চলতি মাসের শুরুতে লন্ডনে ফিরে এসে দুই দিনের শুনানিতে যোগদান করেন। আপিল আদালতকে হ্যারি বলেছেন, রাজ দায়িত্ব ছাড়ার পর তাঁকে যে পর্যায়ের পুলিশি নিরাপত্তার প্রস্তাব দেওয়া হয় তা অপর্যাপ্ত, অযথার্থ ও অকার্যকর। ২০২০ সালে সব ধরনের রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি    নেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল।    সূত্র : দ্য টেলিগ্রাফ

মন্তব্য

সর্বশেষ সংবাদ