কাঙালি কবিরাজকে কত টাকা প্রণামি
দিয়েছিল?
উত্তর : কাঙালি কবিরাজকে এক টাকা প্রণামি
দিয়েছিল।
৯। অভাগী বড়িগুলো কোথায় ফেলেছিল?
উত্তর : অভাগী বড়িগুলো উনুনে ফেলেছিল।
১০। গ্রামে নাড়ি দেখতে জানত কে?
উত্তর : গ্রামের ঈশ্বর নাপিত নাড়ি দেখতে
জানত।
১১। ‘মুষ্টিযোগ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘মুষ্টিযোগ’ শব্দের অর্থ টোটকা
চিকিৎসা।
১২। ‘দাও বাবা, দাও একটু পায়ের ধুলো।’—উক্তিটি
কার?
উত্তর : ‘দাও বাবা, দাও একটু পায়ের ধুলো।’—
উক্তিটি বিন্দির পিসির।
১৩। কুটির প্রাঙ্গণের বেলগাছটি কে লাগিয়েছিল?
উত্তর : কুটির প্রাঙ্গণের বেলগাছটি কাঙালির মা
লাগিয়েছিল।
১৪। জমিদারের গোমস্তার নাম কী?
উত্তর : জমিদারের গোমস্তার নাম অধর রায়।
১৫। ‘সন্ধ্যাহ্নিক’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘সন্ধ্যাহ্নিক’ শব্দের অর্থ—সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজা।
১৬। অধর রায় বেলগাছের দাম কত টাকা আনতে
বলে?
উত্তর : অধর রায় বেলগাছের দাম পাঁচ টাকা
আনতে বলে।
১৭। কাঙালির মা কাঙালিকে কী বলে বহুদিন ফাঁকি
দিয়েছে?
উত্তর : কাঙালির মা কাঙালিকে ‘খিদে নেই’
বলে বহুদিন ফাঁকি দিয়েছে।
১৮। কাঙালির মা কোথায় উঠে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে
লাগল?
উত্তর : কাঙালির মা উঁচু ঢিবিতে উঠে অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে লাগল।
১৯। ঠাকুরদাস মুখুয্যের কিসের কারবার ছিল?
উত্তর : ঠাকুরদাস মুখুয্যের ধানের কারবার ছিল।
২০। কাঙালিকে গলাধাক্কা দেয় কে?
উত্তর : কাঙালিকে গলাধাক্কা দেয় পাঁড়ে।
২১। ‘শরৎ সাহিত্যসমগ্র’ কে সম্পাদনা করেন?
উত্তর : ‘শরৎ সাহিত্যসমগ্র’ সম্পাদনা করেন
সুকুমার সেন।
২২। ‘অভাগীর স্বর্গ’ গল্পে বামুন মা রথে চড়ে কোথায়
যাচ্ছেন?
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পে বামুন মা রথে চড়ে
স্বর্গে যাচ্ছেন।
২৩। অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল কে?
উত্তর : অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে
বলেছিল ভট্টাচার্য মহাশয়।
২৪। কাঙালীর মা কোন বংশের মেয়ে ছিল?
উত্তর : কাঙালির মা দুলে বংশের মেয়ে ছিল।
২৫। ঠাকুরদাস মুখুয্যর সন্তান কতজন?
উত্তর : ঠাকুরদাস মুখুয্যর সাতজন সন্তান ছিল।
২৬। কাঙালির বয়স কত ছিল?
উত্তর : কাঙালির বয়স ছিল পনেরো বছর।
২৭। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়কে ডি লিট উপাধি প্রদান
করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় শরত্চন্দ্র
চট্টোপাধ্যায়কে ডি লিট উপাধি প্রদান করে।
২৮। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে কোন পদে চাকরি করেন?
উত্তর : শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে কেরানি পদে
চাকরি করেন।
২৯। মুখোপাধ্যায় মহাশয়ের স্ত্রীর ললাটে চন্দন চর্চিত
করে দিল কারা?
উত্তর : বধূরা মুখোপাধ্যায় মহাশয়ের স্ত্রীর
ললাটে চন্দন চর্চিত করে দিল।
৩০। কাঙালির মা মুখোপাধ্যায় মহাশয়ের স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ার কাছে যেতে সাহস পেল না কেন?
উত্তর : কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে অন্ত্যেষ্টিক্রিয়ার কাছে যেতে সাহস পেল না।
৩১। কাঙাালর মা নাপতে-বৌদির থেকে কী চেয়ে
আনতে বলেছিল?
উত্তর : কাঙালির মা নাপতে-বৌদির থেকে
আলতা চেয়ে আনতে বলেছিল।
৩২। অভাগী কার পায়ের ধুলো পেলে স্বর্গে যাবে?
উত্তর : অভাগী তার স্বামীর পায়ের ধুলো পেলে
স্বর্গে যাবে।
৩৩। ‘অভাগীর স্বর্গ’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলন
করা হয়েছে।
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পটি ‘শরৎ সাহিত্যসমগ্র’ থেকে সংকলন করা হয়েছে।
৩৪। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ছাত্রজীবনের অবসান
ঘটে কখন?
উত্তর : এফএ শ্রেণিতে পড়ার সময় শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ছাত্রজীবনের অবসান ঘটে।
৩৫। ‘অন্তরীক্ষ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘অন্তরীক্ষ’ শব্দের অর্থ আকাশ।