এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অভিভাবক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া আজ বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে এ মন্তব্য করেন।
সরকার ঘোষিত ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা রুটিন অনুযায়ী নিধারিত তারিখে যথাযথ সময়ে আয়োজনের দাবি জানান তারা।
নেতৃদ্বয় বলেন, বারবার পরীক্ষার তারিখ ও রুটিন পরিবর্তন করলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আগ্রহ হারিয়ে ফেলে এবং এর ফলে পরীক্ষার ফলাফল খারাপ হতে বাধ্য।