আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন ছবি ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। এরই মধ্যে ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। সেখানে জানান, ছবিটি ব্রিটিশ সরকার ও রাজা তৃতীয় চার্লসের দেখা উচিত।
আরো পড়ুন
অন্তরঙ্গ দৃশ্যের আগে প্রেমিকের অনুমতি নেন কৌশানি
শুক্রবার প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অক্ষয় কুমার। ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যার অপ্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি নিয়ে আশাবাদী অক্ষয় মনে করেন, নিজেদের ভুল বোঝার জন্য ব্রিটিশ সরকার ও কিং চার্লসের এই ছবিটি দেখা উচিত। সাংবাদিকদের অক্ষয় বলেন,“তাদের ক্ষমা চাওয়া উচিত, এমন কিছু বলার জন্য আমি এখানে আসিনি। আমি চাই, তারা অন্তত এই সিনেমাটি দেখুক এবং নিজেদের ভুল বুঝতে পারুক।
তাদের মুখ থেকে অন্যান্য কথা নিজে থেকে বেরিয়ে আসবে। আমি চাই, ব্রিটিশ সরকার এবং রাজা চার্লস এই ছবিটি দেখুক। তাদের দেখা উচিত কী ঘটিয়েছিল ব্রিটিশরা।”
পাশাপাশি ছবিটি ঘিরে রাজনৈতিক বিতর্ক নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা।
রাজনৈতিক বিতর্কে না গিয়েই অক্ষয় কুমার জানান, তিনি একজন অভিনেতা এবং এই বিষয়ে কে কী বলছে তাতে তিনি জড়াবেন না। তিনি উল্লেখ করেন যে, তিনি ছবিটি তৈরি করেছেন যাতে মানুষ বুঝতে পারে যে আসলে সেদিন কী ঘটেছিল।
আরো পড়ুন
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের
১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালা বাগ-কাণ্ড ভারতের বুকে এক কালো দিন। নিরপরাধ ভারতীদের এই দিন নৃশংস ভাবে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার। গুলি করে ঝাঁজরা করে দেয় তাদের।
এই মর্মান্তিক ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করন নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পাবে এটি।