চতুর্থ অধ্যায়
যৌথ মূলধনী কম্পানির মূলধন
বহু নির্বাচনী প্রশ্ন
৭। শেয়ারের অভিহিত মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্যকে বলা হয়—
i. শেয়ার অধিহার
ii. শেয়ার অবহার
iii. শেয়ার ইস্যু খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮। রাইট শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়?
ক. নতুন শেয়ার আবেদনকারীদের
খ. ঋণপত্রের মালিকদের
গ. বিদ্যমান সাধারণ শেয়ার মালিকদের
ঘ. বিদ্যমান অগ্রাধিকার শেয়ার মালিকদের
৯। যৌথ মূলধনী কম্পানির মূলধনকাঠামোর উপাদান—
i. শেয়ার মূলধন
ii. ঋণপত্র
iii. সংরক্ষিত আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০।
কম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণকারীদের কী বলে?
ক. শেয়ারবাজার খ. শেয়ার দালাল
গ. কমিশন এজেন্ট ঘ. অবলেখক
১১। কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য?
ক. বোনাস শেয়ার খ. রাইট শেয়ার
গ. সাধারণ শেয়ার ঘ. অগ্রাধিকার শেয়ার
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
লিলি লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকা। কম্পানি এর তিন-পঞ্চমাংশ শেয়ার অধিহারে পূর্ণ পরিশোধিত হারে বিক্রয় করে ১৩,২০,০০০ টাকা সংগ্রহ করে।
১২।
লিলি লিমিটেড মোট কত শেয়ার বিক্রয় করে?
ক. ১,২০,০০০ খ. ৩,৫০,০০০
গ. ৪,০০০ ঘ. ৪৫,০০০
১৩। লিলি লিমিটেডের শেয়ারপ্রতি অধিহার কত টাকা?
ক. ৩.০০ টাকা খ. ৪.০০ টাকা
গ. ১.০০ টাকা ঘ. ৭.০০ টাকা
১৪। কম্পানির সাধারণ শেয়ারহোল্ডাররা—
i. নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়
ii. লভ্যাংশ পরে পায়
iii. ভোটাধিকার পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. গ্রিন কম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত। ইস্যুকৃত মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের ৮০% এবং বিলি করা মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের ৯০% হলে ওই কম্পানির বিলি করা মূলধনের পরিমাণ কত টাকা?
ক. ৩,০০,০০০ টাকা খ. ৪,৫০,০০০ টাকা
গ. ৩,৬০,০০০ টাকা ঘ. ৭,৫০,০০০ টাকা
১৬।
অগ্রাধিকারযুক্ত শেয়ারহোল্ডাররা অগ্রাধিকার পায়—
i. লভ্যাংশ প্রাপ্তিতে
ii. মূলধন প্রত্যর্পণে
iii. পরিচালক নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ.i, ii ও iii
১৭। নিচের কোনটিকে কম্পানির গঠনতন্ত্র বলা হয়?
ক. বিবরণপত্র খ. নিবন্ধনপত্র
গ. পরিমেল নিয়মাবলি ঘ. স্মারকলিপি
১৮। বাংলাদেশের কম্পানি আইনে কয় ধরনের কম্পানির উল্লেখ আছে?
ক. ২ খ. ৫
গ. ৬ ঘ. ১
১৯। নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়—
ক. অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা
খ. সাধারণ শেয়ারহোল্ডাররা
গ. উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
ঘ. বন্ডহোল্ডাররা
২০। মূলধনের অসম মূল্যের অংশকে কী বলা হয়?
ক. অগ্রাধিকার শেয়ার খ. স্টক
গ. বন্ড ঘ. সাধারণ শেয়ার
২১।
ঋণপত্রের মালিকদের অর্জন কী?
ক. লভ্যাংশ খ. সুদ
গ. সম্মানী ঘ. ভাতা
২২। সর্বোচ্চ শতকরা কত হারে একটি কম্পানি অবহারে শেয়ার ইস্যু করতে পারে?
ক. ১০% খ. ২৯%
গ. ১৫% ঘ. ৩০%
২৩। ১০০ টাকা মূল্যের শেয়ার ৯০ টাকায় ইস্যু করা হলে শেয়ার মূলধনের কত টাকা করে হিসাবভুক্ত হবে?
ক. ১০ টাকা খ. ১০০ টাকা
গ. ১৯০ টাকা ঘ. ১১০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
গামা কম্পানির অনুমোদিত মূলধন প্রতি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। প্রথম বছর কম্পানি ১ টাকা অধিহারে ৬০,০০০ শেয়ার ইস্যু করে। ৮০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল।
২৪। শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা?
ক. ৩,০০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা ঘ. ৭,৫০,০০০ টাকা
২৫। শেয়ার আবেদনে কত টাকা পাওয়া গেল?
ক. ৩,০০,০০০ টাকা খ. ৪,৫০,০০০ টাকা
গ. ৮,৮০,০০০ টাকা ঘ. ৭,৫০,০০০ টাকা
২৬। কোনটিকে কম্পানির সনদ বলা হয়?
ক. নিবন্ধনপত্র খ. পরিমেল বন্ধ
গ. পরিমেল নিয়মাবলি ঘ. ঘোষণাপত্র
২৭। একটি যৌথ মূলধনী কম্পানি—
i. চিরন্তন অস্তিত্বসম্পন্ন
ii. নিবন্ধিত
iii. সীমাহীন দায়বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮। বর্তমানে বাংলাদেশে প্রচলিত কম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয়?
ক. ১৯৩২ খ. ১৯৯৪
গ. ১৯৯৯ ঘ. ১৯৯৫
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুরমা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত। কম্পানি ৩০,০০০ শেয়ার ৩,৮০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৪০,০০০ টাকায় বিলি করল।
২৯। কম্পানির মোট অধিহারের পরিমাণ কত?
ক. ৩,০০,০০০ টাকা খ. ৪,৫০,০০০ টাকা
গ. ২,২০,০০০ টাকা ঘ. ৭,৫০,০০০ টাকা
উত্তর : ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. গ ২৯. গ।