<p><strong>আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক :</strong> আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, উপমহাপরিচালক (প্রশিক্ষণ); ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা। এতে বাহিনীর মহাপরিচালক নতুন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি</p> <p> </p> <p style="text-align:center"><img alt="করপোরেট খবর" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/05-12-2024/Rif/12-12-2024-p5-5.jpg" width="1000" /></p> <p><strong>ব্যাংক এশিয়া :</strong> টয়োটা গাড়ির পরিবেশক নাভানার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার কার্ড, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রধান জিশান আহাম্মদ এবং নাভানার হেড অব টয়োটা আফটার সেলস্ সার্ভিস আলী এহসান চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড হোল্ডাররা গাড়ি সার্ভিসিংয়ে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।</p> <p> </p> <p style="text-align:center"><img alt="করপোরেট খবর" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/05-12-2024/Rif/12-12-2024-p5-6.jpg" width="1000" /></p> <p><strong>ইসলামী ব্যাংক :</strong> সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি অ্যারাবিয়ায় অংশগ্রহণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ইসলামী ব্যাংকের প্যাভিলিয়ন উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সৌদি আরবে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি</p> <p> </p> <p style="text-align:center"><img alt="করপোরেট খবর" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/05-12-2024/Rif/12-12-2024-p5-7.jpg" width="1000" /></p> <p><strong>এএএবি :</strong> অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি মোহাম্মদ জাভেদ আকতার। কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নাজিম ফারহান চৌধুরী অনুষ্ঠানটির মডারেট করেন। সভাপতি সানাউল আরেফিনের বক্তব্যের মাধ্যমে ইভেন্ট শুরু হয়। সংবাদ বিজ্ঞপ্তি</p>