ট্রাক্টরে বেহাল কাঁচা রাস্তা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ট্রাক্টরে বেহাল কাঁচা রাস্তা
মাটিভর্তি ট্রাক্টর যাতায়াতের কারণে বেহাল মাটির রাস্তা। শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে। ছবি : কালের কণ্ঠ

কমপক্ষে ২০টি ট্রাক্টর নিরিবিলি গ্রামটির ভেতর দিয়ে বিকট শব্দে গত প্রায় ১৫ দিন ধরে মাটি বহন করে নিয়ে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ায় বিদ্যালয় চলাকালে ছোট ছোট শিশুরা সড়ক পার হতে গিয়ে ঝুঁকির মধ্যে পড়ে। এ অবস্থায় গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া মাটির রাস্তাটি দেবে দুই পাশের মাটি সরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবু থামছে না মাটির ক্রেতা ফিরোজ সরদারের অহমিকা।

প্রভাবশালী ওই ফিরোজ সরদারের ভয়ে কেউ মুখ খুলছে না। এমন ঘটনা ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের মধ্যবাঁশহাটি এলাকার বারুইপাড়া গ্রামে।

ওই সড়কটি নান্দাইল চৌরাস্তা থেকে আঠারবাড়ি সড়কের বাঁশহাটি এলাকার ভেতর দিয়ে পশ্চিমে পাকা সড়ক দিয়ে গেলেই চোখে পড়ে। অনবরত ট্রাক্টর মাটি নিয়ে যাচ্ছে পাশের ইটভাটায়।

এতে পাকা সড়কটিও যেন মাটির আস্তরে ঢেকে গেছে। বেশ কয়েক দিনের ব্যাপক কুয়াশায় সকালে ভিজে থাকে সড়কটি। রোদ ওঠার সময় শুকিয়ে ধুলাবালিতে ছেয়ে যায়। সারা দিন যন্ত্রদানব এ যানগুলো দিয়ে মাটি বহন করায় গ্রামের মেঠো পথের মাটি আলগা হয়ে তা রূপ নিচ্ছে ধুলাবালিতে।
বেপরোয়া গতি ও কানফাটা আওয়াজে চলাচলকারী ট্রাক্টরের কারণে গ্রামীণ জনপদে বাড়ছে শব্দদূষণ। অথচ সড়কটি দিয়ে প্রতিদিন পাঁচটি গ্রামের হাজার হাজার লোক চলাফেরা করে। কিন্তু এখন হেঁটে চলাও দায়। গত বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ক্ষতিগ্রস্ত সড়কের ছবিসহ আপলোড করে প্রতিবাদ জানাচ্ছে কেউ কেউ।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় মধ্যবাঁশহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. ফিরোজ উদ্দিন সরদার পাশের বীর ঘোষপালা গ্রামের বেশ কয়েকজন কৃষকের ফসলি জমি থেকে ওপরের মাটি ভেকু দিয়ে কেটে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে ইটভাটায়।

প্রতি এক হাজার সিএফটি মাটি কৃষকের কাছ থেকে কিনে আনছেন এক হাজার টাকা করে। প্রতি ট্রাক্টরে ১৫০ সিএফটি মাটি ধরে। মাটি নেওয়ার আর কোনো বিকল্প পথ না থাকায় গ্রামীণ এই সড়কটি ব্যবহার করছে ফিরোজ সরদার। এতে সড়কটির অবস্থা বেহাল। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সকালে ওই স্থানে গেলে দেখা যায়, গ্রামের লোকজন সড়কটি দেখে বিক্ষুব্ধ হলেও কেউ কথা বলছেন না। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললেও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, পাকা না থাকলেও তাঁদের গ্রামের এই সড়কটি ছিল সুন্দর ও মসৃণ। কিন্তু এখন সড়কটির দিকে তাকালে খুব কষ্ট হয়।

এ বিষয়ে ফিরোজ সরদার বলেন, ‘আর তো কোনো রাস্তা নাই। এর লাইগ্যা রাস্তাটির ওপরে বেশি প্রেসার পইর‌্যা গেছে। মাটি নেঅনের পরে ঠিক কইর‌্যা দিয়ামনে।’ স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, বারবার বলার পরও থামছে না ফিরোজ সরদার। চণ্ডীপাশা ইউপিচেয়ারম্যান শাহাব উদ্দিন ভুইয়া জানান, তিনি ওই রাস্তা সম্পর্কে অবগত আছেন। কিন্তু ওই ফিরোজ কারো কথা মানছে না। নান্দাইল ইউএনও অরুণ কৃষ্ণ পাল কালের কণ্ঠকে জানান, তাঁকে কেউ বিষয়টি জানায়নি। তবে এখন খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

তরুণীকে মারধর

আপন কফি হাউসের কর্মচারীর দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আপন কফি হাউসের কর্মচারীর দায় স্বীকার

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউসে তরুণীকে মারধরের মামলায় গ্রেপ্তার কর্মচারী শুভ সূত্রধর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে অন্য আসামি ম্যানেজার আল আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুভর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

অন্য আসামি আল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

মন্তব্য

ধানমণ্ডির সড়কে চার মাস ধরে চাঁদা আদায় করেন সেই আশরাফুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধানমণ্ডির সড়কে চার মাস ধরে চাঁদা আদায় করেন সেই আশরাফুল

রাজধানীর ধানমণ্ডিতে সড়কে প্রাইভেট কার থেকে আশরাফুল আলম (২৩) নামের এক তরুণের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এর পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আশরাফুল আলম পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি ও আরো কয়েকজন সড়কে প্রাইভেট কার ও মোটরবাইক থেকে তিন থেকে চার মাস ধরে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন।

গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

মন্তব্য

সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী ও তাঁর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর নামে থাকা ২৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৬৮ ব্যাংক হিসাবের চার কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫৭৭ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এ ছাড়া আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান। প্রাথমিক তদন্তে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে আছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামের একটি সংগঠন। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে। স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত, তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা।

বক্তারা আরো বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ায় সারা দেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ