<p>ধর্ম উপ‌দেষ্টা ড. আ ফ ম খা‌লিদ হো‌সেন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের‌ দি‌কে অগ্রসর হ‌চ্ছে। নির্বাচন কমিশন গঠন করা হ‌য়ে‌ছে। ভোটার তা‌লিকা হালনাগদ ক‌রে প্রধান উপ‌দেষ্টা নিজেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।</p> <p>গতকাল মঙ্গলবার দুপু‌রে রাঙামাটির কাউখালী উপ‌জেলার বেতবু‌নিয়ায় জামিয়তুশ শায়ক জ‌মির উদ্দিন আল ইসলামিয়া মাসাদরায় সংবর্ধনা ও শিক্ষা  সে‌মিনা‌রে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।</p> <p>এ সময় ধর্ম উপ‌দেষ্টা আরো বলেন, ‘এ দেশের জনগণ দীর্ঘদিন তা‌দের ভোটাধিকার প্রয়োগ কর‌তে পা‌রেনি। আগামী দি‌নে যার ভোট‌ সে যেন দি‌তে পারে সেই প‌রি‌বেশ তৈরি করা হ‌চ্ছে। গোলমালের ভেতর নির্বাচন হতে পারে না। নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতির চাঙ্গাভাব ও আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা—এই তিন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছি। দীর্ঘ বছর পর এবারই জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বিধিমতো ভোট হবে। একজনের ভোট আরেকজন কেটে নেওয়ার প্র্যাকটিস আমরা বন্ধ করে দেব।’ সব জা‌তিগোষ্ঠীর অ‌ধিকার নিশ্চিত কর‌তে হ‌বে এবং কারো ধ‌র্মের প্রতি অবজ্ঞা করা যাবে না জানিয়ে বৈষম‌্যহীন, দুর্নীতিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে সবার সহযোগিতা কামনা ক‌রেন তিনি।</p> <p>নানুপুর জা‌মেয়া ইসলামী উবাইদিয়া মাদরাসার মহাপ‌রিচালক আল্লামা শাহ মাওলানা সালাউদ্দিন নানুপু‌রির সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সে‌মিনা‌রে অন্যদের মধ্যে বক্তব‌্য দেন রাঙামা‌টির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, কাউখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার শিক্ষা প‌রিচালক মাওলানা জ‌সিম উদ্দিন, জামিয়তুশ শায়ক জ‌মির উদ্দিন আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা হেলাল উদ্দিন ও শিক্ষা‌ প‌রিচালক মাওলানা‌ হা‌সিবুর রহমান।</p>