।
সম্পর্কিত খবর
ভিয়েতনাম থেকে আমদানির সাড়ে ১২ হাজার টন আতপ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গতকাল শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া। গত বৃহস্পতিবার রাতে তিনি দলের অস্থায়ী কার্যালয়ের দপ্তর সেলে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। গতকাল শনিবার গণমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ বিষয়ে রাফিদ ভূঁইয়া বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে সমাজকর্মী ও তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ এপ্রিলে দেওয়া মুহাম্মদ আবু আবিদের নিয়োগ আদেশটি বাতিল করা হলো। কী কারণে এই নিয়োগ বাতিল করা হয়েছে, তা বলেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।