কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদী (৪) । তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, আবদুল ও মাহাদী বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে শিশু দুটি পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে তাদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে শিশু দুটির মৃতদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়ায় চেঙ্গী নদীতে ডুবে দুই কিশোরী মারা গেছে। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে শামুক কুড়াতে তারা নদীতে নেমেছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দুপুর পৌনে ১২টায় এলাকাবাসী তাদের মৃতদেহ উদ্বার করে। নিহতরা হলেন ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামের বিদেশ চাকমার মেয়ে পিয়াসী চাকমা (১৩) ও একই গ্রামের মুনি চাকমার মেয়ে রিয়া চাকমা (২০)।
পিয়াসী চাকমা স্থানীয় মিলেনিয়াম উচ্চ বিদ্যাল্যয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার সকালে নলছড়া গ্রামের চার-পাঁচজন কিশোরী শামুক কুড়াতে চেঙ্গী নদীতে নামে। কিছুটা শারীরিক প্রতিবন্ধী রিয়া চাকমা এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে গভীর পানিতে ডুবে যান। তাঁকে বাঁচাতে গিয়ে পিয়াসী চাকমাও পানিতে তলিয়ে যায়। অন্য সঙ্গীরা বিষয়টি অবহিত করলে এলাকার বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধারে নামে।
বহু খোঁজাখুঁজির পর দুপুর পৌনে ১২টার দিকে দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়।