আন্তর্জাতিক বীজ দিবস উপলক্ষে উপকূলীয় অঞ্চলের স্থানীয় বীজ সম্পদ সুরক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে বীজ বিনিময় করেছেন গ্রামীণ নারীরা। শনিবার (২৬ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) সহযোগিতায় ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করেন তারা।
ধুমঘাট কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃষানি অল্পনা রাণী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, উপকূলীয় শ্যামনগর অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয়। তাই ফসল চাষাবাদও এখানকার কৃষকের নিত্যদিনের সংগ্রাম।
প্রাকৃতিক বির্পযয়, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার সঙ্গে সংগ্রাম করে ফসল উৎপাদনে কৃষকরা যেমন হিমশিম খাচ্ছে তেমনি রয়েছে বীজ সংকট।
আরো পড়ুন
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার
সভায় আরো বলা হয়, কৃষকের হাতে কোনো বীজ নেই। বীজের জন্য কৃষককে কর্পোরেট কম্পানিগুলোর দারস্থ হতে হচ্ছে। এতে কৃষক নিজের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী না পারছে সময় মত বীজ বপন করতে, তার ওপর বীজ ক্রয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
কৃষক হয়ে পড়ছে বাজার নির্ভরশীল ও কর্পোরেট কম্পানিগুলোর হাতের পুতুল। কৃষক স্বাধীন না হলে খাদ্য সার্বভৌমত্ব অর্জন সম্ভব নয়।
বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। এসময় উপস্থিত ছিলেন শ্রীফলকাটি কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডল, শাপলা নারীর উন্নয়ন সংগঠন ও স্বপ্ন-চূড়া যুব সংগঠনের সদস্য ও স্থানীয় জনগোষ্ঠী।
আরো পড়ুন
সাবেক সংসদ সদস্য জাফর আলম গ্রেপ্তার
কৃষককে স্থানীয় জাতের বীজ সংরক্ষণে সচেতন ও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বীজ সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, ব্যবহার, বিনিময় এবং বিক্রয় করা কৃষকের অধিকার। সেই অধিকার থেকে কৃষক দিন দিন বঞ্চিত হচ্ছেন। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাব বেশি হওয়ায় কেনা বীজ অনেক সময় ফোটে না, আবার গাছ হয় কিন্তু ফল হয় না। ফলে বারবার বীজ কিনতে হয়, এতে তাদের মরার ওপর খাড়ার ঘা প্রতিপন্ন হয়।
বক্তারা আরো বলেন, বীজ শব্দটি ছোট হলেও পৃথিবীর প্রাণবৈচিত্র এই বীজের ওপর নির্ভরশীল।
উৎপাদনের মূল উপাদান বীজ। কৃষি ফসল উৎপাদন বীজ ব্যতীত কল্পনা করা যায় না। কৃষকের বীজ কৃষকের অধিকার। কৃষক বাড়ি হোক বীজ ব্যাংক, হোক বীজ ভাণ্ডার।
আরো পড়ুন
সেই এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু
মতবিনিময় শেষে অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অল্পনা রানী মিস্ত্রি স্থানীয় জাতের বীজ বিনিময় করেন।