ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ধর্মপাশায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মধ্যনগর (সুনামগঞ্জ)  প্রতিনিধি
মধ্যনগর (সুনামগঞ্জ)  প্রতিনিধি
শেয়ার
ধর্মপাশায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে শাহীন মিয়ার ছেলে সাফায়েত (৬) ও জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে মীম আক্তার (৬)।

স্থানীয়রা জানায়, নিহত মীমের মা ঢাকায় বেসরকারি চাকরি করেন।

তাই মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামের তার মামা শাহীনের বাড়িতে নানির সঙ্গে বসবাস করত। রবিবার সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। কিন্তু খেলাধুলার এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির সামনের ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন দুজনকে ওই ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই।

মন্তব্য

সম্পর্কিত খবর

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এনামুল হক (৪৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। 

আরো পড়ুন
যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য লজ্জাজনক : জামায়াত (ভিডিওসহ)

যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য লজ্জাজনক : জামায়াত (ভিডিওসহ)

 

গ্রেপ্তারকৃত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মিরডাঙ্গী গ্রামের ছোরহাব আলীর সন্তান। বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, আসামি এনামুল হক রাণীশংকৈল থানার ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলার আসামি। বিজ্ঞ সিনিয়র দায়রা জজ ঠাকুরগাঁও মামলার বিচারকার্য শেষে ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। পরে আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। রাণীশংকৈল থানার অধিযাচন পত্রের ভিত্তিতে এটিইউ রংপুর বিভাগীয় কার্যালয়ের নিজস্ব নজরদারী ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাসঙ্গিক
মন্তব্য

প্রাণবৈচিত্র্য সংরক্ষণে বীজ বিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
প্রাণবৈচিত্র্য সংরক্ষণে বীজ বিনিময়
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বীজ দিবস উপলক্ষে উপকূলীয় অঞ্চলের স্থানীয় বীজ সম্পদ সুরক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে বীজ বিনিময় করেছেন গ্রামীণ নারীরা। শনিবার (২৬ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) সহযোগিতায় ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করেন তারা।

ধুমঘাট কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃষানি অল্পনা রাণী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, উপকূলীয় শ্যামনগর অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয়। তাই ফসল চাষাবাদও এখানকার কৃষকের নিত্যদিনের সংগ্রাম।

প্রাকৃতিক বির্পযয়, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার সঙ্গে সংগ্রাম করে ফসল উৎপাদনে কৃষকরা যেমন হিমশিম খাচ্ছে তেমনি রয়েছে বীজ সংকট। 

আরো পড়ুন
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

সভায় আরো বলা হয়, কৃষকের হাতে কোনো বীজ নেই। বীজের জন্য কৃষককে কর্পোরেট কম্পানিগুলোর দারস্থ হতে হচ্ছে। এতে কৃষক নিজের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী না পারছে সময় মত বীজ বপন করতে, তার ওপর বীজ ক্রয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

কৃষক হয়ে পড়ছে বাজার নির্ভরশীল ও কর্পোরেট কম্পানিগুলোর হাতের পুতুল। কৃষক স্বাধীন না হলে খাদ্য সার্বভৌমত্ব অর্জন সম্ভব নয়।

বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। এসময় উপস্থিত ছিলেন শ্রীফলকাটি কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডল, শাপলা নারীর উন্নয়ন সংগঠন ও স্বপ্ন-চূড়া যুব সংগঠনের সদস্য ও স্থানীয় জনগোষ্ঠী।

আরো পড়ুন
সাবেক সংসদ সদস্য জাফর আলম গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য জাফর আলম গ্রেপ্তার

কৃষককে স্থানীয় জাতের বীজ সংরক্ষণে সচেতন ও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বীজ সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, ব্যবহার, বিনিময় এবং বিক্রয় করা কৃষকের অধিকার। সেই অধিকার থেকে কৃষক দিন দিন বঞ্চিত হচ্ছেন। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাব বেশি হওয়ায় কেনা বীজ অনেক সময় ফোটে না, আবার গাছ হয় কিন্তু ফল হয় না। ফলে বারবার বীজ কিনতে হয়, এতে তাদের মরার ওপর খাড়ার ঘা প্রতিপন্ন হয়।

বক্তারা আরো বলেন, বীজ শব্দটি ছোট হলেও পৃথিবীর প্রাণবৈচিত্র এই বীজের ওপর নির্ভরশীল।

উৎপাদনের মূল উপাদান বীজ। কৃষি ফসল উৎপাদন বীজ ব্যতীত কল্পনা করা যায় না। কৃষকের বীজ কৃষকের অধিকার। কৃষক বাড়ি হোক বীজ ব্যাংক, হোক বীজ ভাণ্ডার।

আরো পড়ুন
সেই এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু

সেই এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু

মতবিনিময় শেষে অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অল্পনা রানী মিস্ত্রি স্থানীয় জাতের বীজ বিনিময় করেন।

মন্তব্য

মুন্সীগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ জাল ও সুতার রিল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মুন্সীগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ জাল ও সুতার রিল জব্দ
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়ন এলাকা থেকে এসব সরঞ্জাম জব্দ করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের খালাসি বাড়িসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তখন ওই এলাকার একটি জাল তৈরির কারখানা ও তিনটি গোডাউন তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১ হাজার ৫০০ পিচ সুতার রিল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। জব্দকৃত কারেন্ট জাল ও সুতার রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো পড়ুন
দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আসিফ মাহমুদ

দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আসিফ মাহমুদ

 
প্রাসঙ্গিক
মন্তব্য

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যালয়ের ভবন, পাঠদান ব্যাহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
শেয়ার
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যালয়ের ভবন, পাঠদান ব্যাহত
ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় কালবৈশাখী ঝড়ে পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভবন লণ্ডভণ্ড হয়েছে। ফলে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হয়েছে। এ ছাড়া এ উপজেলায় অনেক ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে বড় একটি গাছ উপড়ে পড়ে পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভবন লণ্ডভণ্ড হয়।

ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তাওহীদ বলে, কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে আমাদের বিদ্যালয়ের ৪টি শ্রেণিকক্ষ নষ্ট হয়েছে। সে কারণে আজকে বিদ্যালয় বন্ধ দিয়েছে। স্কুল গিয়ে আমরা ঘুরে এসেছি।

আরো পড়ুন
হারিয়ে যাচ্ছে শালবনের অলংকার ‘শটি’ ফুল

হারিয়ে যাচ্ছে শালবনের অলংকার ‘শটি’ ফুল

 

পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন বলেন, রাতে ঝড়ে গাছ উপড়ে বিদ্যালয়ের ভবনের ৪টি শ্রেণিকক্ষ লণ্ডভণ্ড হয়ে গেছে।

এ জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। মেরামত শেষে আবারও চালু করা হবে।  

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করেছি। ঝড়ে গাছ উপড়ে পড়ে শ্রেণিকক্ষগুলো পাঠদানে অনুপযোগী হয়ে পড়েছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ঘরবাড়িসহ অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ