<p>ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত দুই দেশের পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। গুলিতে আহতরা হলেন নেত্রকোনার মো. রুকন উদ্দিন ও কসবার জাকির হোসেন। বর্তমানে তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি রুকন ও জাকির আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ২০৫০ পিলার এলাকায় দুই দেশের বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বারসহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।</p>