অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্ত নগর ট্রেন বনলতা এক্সপ্রেসের এক হাজার ২০০ যাত্রী। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ ব্রড গেজ রেললাইনটি বাঁকা হয়ে গেলে লাল পতাকা দেখিয়ে ঘটনাস্থলের মাত্র ৪০ মিটার দূরে থামানো হয় ট্রেনটি। ঘটনাটি ঘটে গাজীপুর মহানগরের জয়দেবপুর জংশনের আউটার সিগন্যালে। রেলওয়ে সূত্র ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-গাজীপুর ডুয়াল গেজ আপলাইন দিয়ে জয়দেবপুর অতিক্রম করে।