সংক্ষিপ্ত

বেঁকে গেছে রেলপথ ১২০০ যাত্রী নিয়ে রক্ষা পেল বনলতা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
বেঁকে গেছে রেলপথ ১২০০ যাত্রী নিয়ে রক্ষা পেল বনলতা

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্ত নগর ট্রেন বনলতা এক্সপ্রেসের এক হাজার ২০০ যাত্রী। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ ব্রড গেজ রেললাইনটি বাঁকা হয়ে গেলে লাল পতাকা দেখিয়ে ঘটনাস্থলের মাত্র ৪০ মিটার দূরে থামানো হয় ট্রেনটি। ঘটনাটি ঘটে গাজীপুর মহানগরের জয়দেবপুর জংশনের আউটার সিগন্যালে। রেলওয়ে সূত্র ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-গাজীপুর ডুয়াল গেজ আপলাইন দিয়ে জয়দেবপুর অতিক্রম করে।

ট্রেনটি চলে যাওয়ার পর রেলপথ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মীরা দেখতে পান, মিশ্র পদ্ধতির লাইনে ব্রড গেজের একটি রেলপাত প্রায় ২০ মিটার অংশ বাঁকা হয়ে গেছে। রেলকর্মীরা সেখানে লাল পতাকা টাঙিয়ে দেন। ঘটনাস্থলে লাল চিহ্ন দেখে বনলতা ট্রেনের লোকো মাস্টার বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে ট্রেনটি থামাতে সক্ষম হন। বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, সময়মতো ট্রেনটি থামানো না গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

দিল্লির শাহি ফিরনি

শেয়ার
দিল্লির শাহি ফিরনি
‘দিল্লির শাহি ফিরনি’ ইফতারে রাজশাহীবাসীর কাছে খুবই জনপ্রিয়। এই ফিরনি রোজাদারদের রসনায় তৃপ্তি দেয়। শুরুতে এই ফিরনির দাম ছিল মাত্র চার আনা, যা এখন ৩৫ টাকায় পৌঁছেছে। রাজশাহী মহানগরীর গনকপাড়া মোড়ে রহমানিয়া হোটেলের সামনে ভিড় করছে ক্রেতারা। ছবি : সালাহ উদ্দিন
মন্তব্য

প্রাচীন মন্দির রক্ষার দাবি

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
প্রাচীন মন্দির রক্ষার দাবি

নাটোরের বড়াইগ্রামে প্রায় ৮০০ বছরের প্রাচীন শিব ও কালী মন্দির এবং মন্দিরের জমি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দুসমাজের নেতারা। গতকাল সোমবার উপজেলার লক্ষ্মীকোল মন্দির কমিটির নেতারা সংবাদ সম্মেলনে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুল শিক্ষক উত্তম কুমার। লিখিত বক্তব্যে বলা হয়, মন্দিরের সামনে ও পেছনে ২১ শতাংশ খাসজমি রয়েছে, যা মন্দির কর্তৃপক্ষ দেখাশোনা ও ব্যবহার করে আসছে।

কিন্তু সম্প্রতি স্থানীয় হরকুমার দাস ও তাঁর দুই ভাই এই জমির মালিকানা দাবি করেন। এ ব্যাপারে নাটোর আদালতে মামলা চলমান। কিন্তু মামলা চলমান থাকা সত্ত্বেও হরকুমারসহ তিন ভাই বিজয় দাসের কাছে মন্দির ঘরের অংশবিশেষসহ পেছনের জমি বিক্রি করে দেন। এ ব্যাপারে ব্যবসায়ী বিজয় কুমার দাস বলেন, আমি জমি কিনে নামজারি করে নিয়েছি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, উভয় পক্ষকেই আদালতের নির্দেশনা মেনে চলার জন্য বলেছি।

 

 

মন্তব্য

পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে শিগগিরই পরিবেশ বিধ্বংসী পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার আশ্বাস দিয়েছেন খুলনা জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসন দপ্তরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে নাগরিকদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়সভায় এ কথা বলেছেন জেলা প্রশাসন দপ্তরের স্থানীয় সরকার উপপরিচালক মো. ইউসুফ আলী। বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডিওআরপি) ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউসুফ আলী বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানোর ব্যবস্থা নেওয়া হবে।

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ন্যায্যতার ভিত্তিতে এই অঞ্চলে বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন জরুরি।

মন্তব্য

খুলনা মেডিক্যাল উপাচার্যের পদত্যাগ দাবিতে আলটিমেটাম

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনা মেডিক্যাল উপাচার্যের পদত্যাগ দাবিতে আলটিমেটাম

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন চিকিৎসক ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেছেন, দলীয় বিবেচনায় ও আলোচিত শেখ বাড়ির আশীর্বাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি বানানো হয়েছে। দুর্নীতিবাজ এই ভিসির তত্ত্বাবধানে যেভাবে বিশ্ববিদ্যালয় চালনা করা হচ্ছে, এতে তাঁরা উদ্বিগ্ন। গতকাল সোমবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর নিরালায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে খুলনাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

বিএমএর সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন রকিবুল ইসলাম মতি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ