নাটোরের বড়াইগ্রামে প্রায় ৮০০ বছরের প্রাচীন শিব ও কালী মন্দির এবং মন্দিরের জমি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দুসমাজের নেতারা। গতকাল সোমবার উপজেলার লক্ষ্মীকোল মন্দির কমিটির নেতারা সংবাদ সম্মেলনে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুল শিক্ষক উত্তম কুমার। লিখিত বক্তব্যে বলা হয়, মন্দিরের সামনে ও পেছনে ২১ শতাংশ খাসজমি রয়েছে, যা মন্দির কর্তৃপক্ষ দেখাশোনা ও ব্যবহার করে আসছে।
কিন্তু সম্প্রতি স্থানীয় হরকুমার দাস ও তাঁর দুই ভাই এই জমির মালিকানা দাবি করেন। এ ব্যাপারে নাটোর আদালতে মামলা চলমান। কিন্তু মামলা চলমান থাকা সত্ত্বেও হরকুমারসহ তিন ভাই বিজয় দাসের কাছে মন্দির ঘরের অংশবিশেষসহ পেছনের জমি বিক্রি করে দেন। এ ব্যাপারে ব্যবসায়ী বিজয় কুমার দাস বলেন, ‘আমি জমি কিনে নামজারি করে নিয়েছি।’ বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, উভয় পক্ষকেই আদালতের নির্দেশনা মেনে চলার জন্য বলেছি।