যশোরের কেশবপুরে খ্রিস্টান মিশনের হোস্টেলে ছাত্রীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে উপজেলা দলিত পরিষদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ১৪ মার্চ কেশবপুর সাহাপাড়ার খ্রিস্টান মিশনে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানান। বক্তাদের দাবি, ওই স্কুলছাত্রীকে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।