গানের মানুষ কেটি পেরি। এখন তাঁর নামের পাশে বাড়তি করে আরো একটি বিশেষণ যোগ করতে হবে, মহাকাশচারী। বিরল নজির গড়ে সোমবার তিনি ঘুরে এসেছেন মহাকাশ থেকে। ঐতিহাসিক এই সফরের খবর অবশ্য আগেই জানা গিয়েছিল।
গানের মানুষ কেটি পেরি। এখন তাঁর নামের পাশে বাড়তি করে আরো একটি বিশেষণ যোগ করতে হবে, মহাকাশচারী। বিরল নজির গড়ে সোমবার তিনি ঘুরে এসেছেন মহাকাশ থেকে। ঐতিহাসিক এই সফরের খবর অবশ্য আগেই জানা গিয়েছিল।
এই সফরে মোট ছয়জন নারী ছিলেন। মহাকাশযাত্রার ইতিহাসে এবারই প্রথম কোনো নারী সেখানে বিচরণ করে এলেন।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মোট ১১ মিনিট এটি শূন্যে ছিল। ভূ-পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটারেরও বেশি ওপরে উঠেছিল মহাকাশযানটি।
পৃথিবীতে ফিরে প্রথমেই ভূ-পৃষ্ঠে চুমু খেয়েছেন পেরি। হাঁটু গেড়ে ঝুঁকে মাটিতে এঁকে দেন পরম ভালোবাসার স্পর্শ। এরপর এক্স-এ লিখেছেন, ‘ঘরের মতো কোনো জায়গা হয় না।’ অর্থাৎ ঘরে ফিরে তিনি প্রশান্তি অনুভব করছেন।
২০২১ থেকে শুরু করে এ পর্যন্ত ১০টি ফ্লাইটে মোট ৫২ জন মানুষ ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে মহাকাশ ঘুরে এসেছেন। প্রথম সফরে প্রতিষ্ঠানের মালিক জেফ বেজস নিজেও ছিলেন।
সম্পর্কিত খবর
গতকাল বঙ্গতে মুক্তি পেয়েছে ধ্রুব হাসানের ছবি ‘ফাতিমা’। এটি তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম চলচ্চিত্র। এর জন্য ইরানের ৪২তম ফজর উৎসবে পুরস্কৃত হন অভিনেত্রী। একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানাতে চায় হাসান।
অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান। পরিচালক দীপংকর দীপন। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : একটা ফ্যাক্টরি থেকে কিছু কেমিক্যাল চুরি হয়ে যায়।
বোকা পরিবার
আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’। প্রতি শুক্রবার, শনিবার ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা ফজলুল হক সেলিম, পরিচালক সৈয়দ শাকিল। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাজু খাদেম প্রমুখ।
আফ্রিকা ডিরেক্ট
আলজাজিরায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে দুটি তথ্যচিত্র—দি ইন্টারপ্রেটার ও সাউন্ড অব সেরিমনি। প্রথম তথ্যচিত্রটি ঘানার এক রাজার দোভাষীকে নিয়ে। দ্বিতীয়টি নির্মিত হয়েছে বতসোয়ানার শিল্প ও উৎসবে উলুধ্বনির ব্যবহার নিয়ে। দুটি তথ্যচিত্র বানিয়েছেন আফ্রিকান নির্মাতা বেঞ্জামিন কেন্ট ও কারিন স্লেটার।
প্রতিবছরের মতো এবারও সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে আমেরিকান সাময়িকী টাইম। এবার আর্টিস্ট বিভাগে জায়গা করে নিয়েছেন ১৭ জন বিনোদন তারকা। এর মধ্যে আছেন এড শিরান, স্কারলেট জোহানসন, ড্যানিয়েল ডি কিম, ক্রিস্টেন বেল, অ্যাডাম স্কট, রাশিদা জোনস, মোহাম্মদ রসুলফ প্রমুখ। চমক দেখিয়েছেন আমেরিকান র্যাপার স্নুপ ডগ।