ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৫ নারীকে নিয়ে মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি
কেটি পেরি ও মহাকাশ ভ্রমণ করা বাকি ৫ নারী

মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ছয় নারী। তারা সফলভাবে মহাকাশ ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা।

আরো পড়ুন
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

 

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে,  কেটি পেরি ছাড়াও মহাকাশযানে ছিলেন- জেফ বেজোসের বাগ্‌দত্তা লরেন সানচেজ, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।

মহাকাশে থাকাকালীন তারা প্রায় তিন মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান। এ ছাড়া ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন। এরপর তিনটি প্যারাসুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে।

  রকেটটি পৃথিবী থেকে সর্বোচ্চ একশ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়, যেখানে ক্যাপসুলটি ‘কারমান লাইন’ অতিক্রম করার সঙ্গে সঙ্গে কার্যত মহাকাশে প্রবেশ করবেন নারীরা। আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসাবে স্বীকৃত ‘কারমান লাইন’।

আরো পড়ুন
বাড়িতে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

বাড়িতে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

 

তবে মহাকাশে ভ্রমণকারী এ পাঁচজন নারীকে নভোচারী হিসেবে শ্রেণিবদ্ধ করবে না যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মার্কিন সামরিক বাহিনী। কারণ, তাদের সবারই নভোচারী হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অভাব রয়েছে।

মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি জানান, তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অনুভব করছেন। এ অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন। তিনি আরো জানান, এটি ছিল সর্বোচ্চ উচ্চতা। এটি অজানার কাছে আত্মসমর্পণ। এ যাত্রা অনেক বেশি উপভোগ করেছেন জানিয়ে কেটি পেরি আরো জানান, এর চেয়ে ভালো কিছুর জন্য তিনি আর সুপারিশ করতে পারেন না।

 প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পেরি।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘আমার স্ত্রীর সঙ্গে এমন করলে উদিতকে পেটাতাম’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘আমার স্ত্রীর সঙ্গে এমন করলে উদিতকে পেটাতাম’
উদিত ও ট্যান্ডন

গত ফেব্রুয়ারির ঘটনা, গান শুনতে আসা এক নারী ভক্তের ঠোঁটে চুমু খেয় তীব্র বিতর্কে জড়িয়েছিলেন ভারতের বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই চুমুর ভিডিও। আর এতে সমালোচনার মুখে পড়েন গায়ক।

এবার উদিত নারায়ণের সেই চুমুকাণ্ড নিয়ে মন্তব্য করলেন ভারতীয় অভিনেতা-গায়ক অমিত ট্যান্ডন।

গায়ককে রীতিমতো কড়া ভাষায় কটাক্ষ করেন অভিনেতা।

অভিনেতা বলেন, ‘আমি বলতে চাই যে উদিত একজন কামুক বৃদ্ধ। আমি জানি না, এটা বলা কি ঠিক কিনা! কেউ যদি একটু সুযোগ করে তখন উনি তার সুবিধা নিতে ছাড়েন না।’

অমিত ট্যান্ডন বলেন, ‘অনুরাগীরা তো এমন করবেই, আমার এমন শো- ও হয়েছে, যেখানে লোকজন কাছে আসার চেষ্টা করে, কিন্তু এটা নির্ভর করে আপনি তাদের কতটা অনুমতি দেবেন।

সবকিছুরই সীমা থাকা উচিত। যদি আমি সেখানে থাকতাম আর আমার বান্ধবী বা স্ত্রী মঞ্চে ছবি তোলার জন্য যেত এবং এইরকম কিছু ঘটত, তাহলে আমি তাকে তখনই ধরে পেটাতাম। খুব মারতাম।’

উদতের ছেলে আদিত্য নারায়ণও বহুবার জনসমক্ষে উগ্র আচরণ করেছেন।

একবার এক কনসার্টে গিয়ে ও মাইক ছুঁড়ে ফেলেছিল। তার সেই আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অমিত বলেন, ‘আমার বলতে কোনো দ্বিধা নেই যে ওটা অত্যন্ত অপেশাদার ব্যবহার ছিল। এটাই বুঝিয়ে দেয় যে আপনি কতটা খারাপ।’

মন্তব্য

কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু
তিগমাংশু ধুলিয়া ও শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বজুড়ে যার নামটাই যথেষ্ট মানুষের মাঝে উন্মাদনা তৈরির জন্য, এতটা প্রভাব এ তারকার। তবে আজ সাফল্যের শিখরে থাকলেও শুরুর পথচলাটা ছিল ভয়াবহ কঠিন। সাফল্যের শিখরে পৌঁছানোর আগে তাকে একের পর এক কঠিন ধাক্কা সামলাতে হয়েছে।

ছোটবেলায় অভাবের সঙ্গে লড়াই, এরপর পরিবারের একের পর এক মৃত্যু—এই সবকিছুই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তবু তিনি থামেননি। হেঁটেছেন নিজের স্বপ্নের পথে। আর এ স্বপ্নপুরনে একসময় যেকোনো কিছু করতেও রাজি ছিলেন শাহরুখ।
তবে নিজের কঠিন সময়েও শাহরুখ ছিলেন বিনয়ী। নম্রতা ও ভদ্রতা তাকে এতদুর নিয়ে এসেছে, এমনটাই দাবি সবার।

আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে তেমনই এক ঘটনা শেয়ার করেছেন নির্মাতা তিগমাংশু ধুলিয়া। তিনি বলেছেন, তার সঙ্গে শাহরুখের প্রথম পরিচয় একটি চায়ের কাপ দিয়ে শুরু হয় এবং সেটা খুব একটা চমৎকার সময় ছিল না।

সময়টা ছিল ১৯৯৪ সাল। শাহরুখ তখন টিভি সিরিজ ‘ফৌজি’তে অভিনয় করেন। এ সিরিজের সহকারী পরিচালক ছিলেন তিগমাংশু। একদিন, সিরিজের পরিচালক শেখর কাপুর তরুণ অভিনেতাকে (শাহরুখ) তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শাহরুখও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন।
ওই সময় শেখর কাপুর তার সহকারী তিগমাংশুকে চা বানিয়ে খাওয়াতে বলেন। আর সেটা করতে হবে মাইক্রোওয়েভে। সে সময় যন্ত্রটা নতুন ছিল। আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতেন না তিগমাংশু। 

তিনি বলেন, ‘আমি প্রথমবার একটি মাইক্রোওয়েভ দেখেছি। জানি না কীভাবে কী করতে হবে। তবুও আমি একটি ভয়ানক চা বানিয়ে শাহরুখ খানকে পরিবেশন করেছি। অবাক বিস্ময়ে দেখলাম, শাহরুখ সেটা বেশ খুশি মনে পান করছেন। আমাদের থ্যাঙ্কস দিচ্ছেন। রান্নাঘরে গিয়ে অবশিষ্ট চায়ের একটু পান করে দেখি, এর চেয়ে জঘন্য চা আমি আমার জীবনেও পান করিনি। অথচ শাহরুখ সেটা কী অবলীলায় পান করে গেল!’ 

আরো পড়ুন
আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

 

তিগমাংশু আরও বলেন, ‘এটাকেই বলে সত্যিকারের স্ট্রাগল। কঠিন সময়ে বিষও হজম করাই যেন শাহরুখের ধর্ম।’ তিনি বলেন, শাহরুখ হয়তো তখন ভেবেছিল আমি ইচ্ছা করেই ফালতু চা খাইয়েছি তাকে। তিনি আমার ওপর বেশ রেগে থাকবেন। কিন্তু এ চায়ের ঘটনার পরও আমার এবং শাহরুখের মধ্যে বন্ধন উষ্ণ ছিল।’

ধীরে ধীরে তিগমাংশু একজন জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠেন, আর শাহরুখ খান হয়ে ওঠেন বলিউডের বাদশাহ। তিগুমাংশু ‘পান সিং তোমার’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। অভিনয় করেছন ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর মতো সিনেমায়।

শাহরুখ খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় তিনি মেয়ে সুহানা খানকে বড় পর্দায় দর্শকদের সামনে ভিন্নভাবে হাজির করবেন। যদিও ওটিটিতে এরই মধ্যে সুহানার অভিনয়ে অভিষেক হয়ে গেছে। তবে কিং দিয়ে তার পায়ের তলার মাটি শক্ত করতে চান শাহরুখ। আর তাই এই সিনেমা নিয়ে তার পরিকল্পনাও বেশ বড় রকমের। এতে তিনি নিজেও হাজির থাকছেন পর্দায়।

মন্তব্য

কোরবানি ঈদেই পর্দায় ফিরছেন আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কোরবানি ঈদেই পর্দায় ফিরছেন আরিফিন শুভ
আরিফিন শুভ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। বলছি আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার কথা। আসছে ঈদুল আযহায় মুক্তি পাবে এটি।

এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী।

প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে।

প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

আরো পড়ুন
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

 

নির্মাতা মিঠু খান বলেন, ‘আগেই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি।

এখন আমরা পুরোপুরি প্রস্তুত। এর মধ্যে সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে।’

‘নীলচক্র’ ছবিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

মন্তব্য

জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
জনপ্রিয় পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, ভক্তদের ক্ষোভ
সজল মালিক

সোশ্যাল মিডিয়ার এই যুগে ব্যক্তিগত তথ্য বা ভিডিও গোপন রাখা যেন ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। বিশেষ করে জনপ্রিয় ব্যাক্তিত্বদের প্রায়ই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সজল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে বলে দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনলাইনে চলছে ব্যাপক আলোড়ন।

নেটিজেনরা দাবি করেন, ভাইরাল সেই ভিডিওতে সজল মালিকের উপস্থিতি রয়েছে; যা নিয়ে ইতোমধ্যে তোলপাড় সামাজিক মাধ্যম। তবে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সজল মালিকের ভক্তরা; ভিডিওটি শেয়ার না করার এবং তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। 

আরো পড়ুন
আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

আমরা পরিবারের সবাই বিব্রত হলাম

 

অনেকে আবার ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, এটি সাজানো হতে পারে।

আবার অনেকে মনে করছেন, ইচ্ছাকৃতভাবে সজলের ভিডিওটি ফাঁস করা হয়েছে, যাতে তার জনপ্রিয়তা ও ফলোয়ারের সংখ্যা আরও বাড়ে। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত সাজল মালিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে গান গেয়ে মঞ্চ মাতাবেন মৌসুমী

যুক্তরাষ্ট্রে গান গেয়ে মঞ্চ মাতাবেন মৌসুমী

 

পাকিস্তানের শোবিজ অঙ্গনে ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা নতুন নয়। এর আগেও মিনাহিল মালিক ও ইমশা রহমানের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল।

২০২৪ সালের নভেম্বরে মিনাহিল মালিক আইনগত সহায়তা নিয়েছিলেন এমন এক ঘটনার পর। দিন দিন এমন ঘটনা বাড়তে থাকায় শোবিজ তারকাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে নেটিজেনদের একাংশের মধ্যে।  

মন্তব্য

সর্বশেষ সংবাদ