অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার পিঠের চোটে ভুগছেন। কিছুদিন ধরেই এই চোট ভোগাচ্ছিল মার্শকে। তাই তাঁকে বিশ্রামেও পাঠানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার পিঠের চোটে ভুগছেন। কিছুদিন ধরেই এই চোট ভোগাচ্ছিল মার্শকে। তাই তাঁকে বিশ্রামেও পাঠানো হয়েছিল।
সম্পর্কিত খবর
টি-স্পোর্টস
ক্রিকেট
ডিপিএল, ধানমণ্ডি স্পোর্টস ক্লাব-ব্রাদার্স
সরাসরি, সকাল ৯টা
চ্যাম্পিয়নস ট্রফি, প্রথম সেমিফাইনাল
ভারত-অস্ট্রেলিয়া
সরাসরি, সন্ধ্যা ৭টা
অন্যান্য চ্যানেল
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ, শেষ ষোলোর প্রথম লেগ
ক্লাব ব্রুজ-অ্যাস্টন ভিলা
সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, টেন ২
রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ
সরাসরি, রাত ২টা, টেন ২
বরুশিয়া ডর্টমুন্ড-লিল
সরাসরি, রাত ২টা, টেন ৫
পিএসভি-আর্সেনাল
সরাসরি, রাত ২টা, টেন ১
এএফসি চ্যাম্পিয়নস লিগ
আল রাইয়ান-আল আহলি
সরাসরি, রাত ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
।ক্রীড়া প্রতিবেদক : দুপুর দেড়টায় নির্ধারিত সময় থাকলেও গতকাল দেড় ঘণ্টা আগে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ১৮তম সভা। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই বৈঠকের বড় অংশজুড়ে ছিল বাংলাদেশ দলের সিনিয়র দুই ক্রিকেটার মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহিমের ভবিষ্যৎ প্রসঙ্গ। এই দুই ক্রিকেটারের অবসরের ভাবনা জানার অপেক্ষায় থাকা বিসিবি নিজেদের পরিকল্পনা সাজাতে পারছে না বলে ইঙ্গিত দেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মাহমুদ-মুশফিকের জন্য গতকালও চূড়ান্ত হয়নি জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি।
এদিকে এবার কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের বেতন ও ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে বলে জানা গেছে। এ ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে চুক্তির মেয়াদ শেষ করা প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে আবার নিয়োগ দিতে চায় ক্রিকেট বোর্ড। আগামী শনিবার বা রবিবার এ ব্যাপারে সিমন্সের সঙ্গে আলোচনা করবে বিসিবি।
ক্রীড়া প্রতিবেদক : বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড় পাঠানোর বিষয়ে আরো কঠোর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের ১৮তম সভায় এ নিয়ে আলোচনাও হয়েছে। সভা ধেশষে ক্রিকেট পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম কালের কণ্ঠকে বলেন, ‘এখন থেকে বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র (এনওসি) দেওয়ার ব্যাপারে আরো চিন্তা-ভাবনা করবে বোর্ড।’
এ প্রসঙ্গে বিসিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ করতে না চেয়ে বললেন, ‘দিনে দিনে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা বাড়ছে।
মূলত যেসব বিদেশি লিগে খেলার জন্য খেলোয়াড়রা নিজেরা বিসিবিতে ছাড়পত্রের জন্য আবেদন করেন, সেসব জায়গায় খেলার অনুমতি দিতে অনীহা বিসিবির।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা বিভাগীয় উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় সর্বমোট ৩৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আগারগাঁওয়ের ‘স্মার্ট স্পোর্টস একাডেমি’। বাংলাদেশ সিতো-রিউ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা প্রদান করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং কারিগরি সহায়তায় ছিল এসডব্লিউকেএফ বাংলাদেশ।
এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১২টি দলের ১৫০ জন খেলোয়াড় অংশ নেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯টি স্বর্ণ, ১৫টি রৌপ্য, ৯টি ব্রোঞ্জসহ সর্বমোট ৩৫টি পদক অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে স্মার্ট স্পোর্টস একাডেমির কারাতে দল।