দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসের ১৫ তারিখ বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল একটি সংবাদ বিবৃতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, দুটি ম্যাচই হবে ঢাকার বাইরে। ২০ এপ্রিল সিলেটে শুরু প্রথম টেস্ট। শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৮ এপ্রিল।