চেয়ারম্যান : বিল ও আইনের মধ্যে পার্থক্য কী?
—বিল হচ্ছে আইনের খসড়া, যা সংসদে প্রস্তাব হিসেবে উত্থাপন করা হয়। আর সংসদে পাস হলে সেই বিল আইনে পরিণত হয়।
ভারত ও বাংলাদেশের সরকারব্যবস্থার মধ্যে পার্থক্য কী?
—ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রচলিত। সেখানে পুরো দেশকে কিছু প্রদেশে ভাগ করা হয়েছে।
প্রদেশে প্রাদেশিক সরকার ও কেন্দ্রে থাকে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে বাংলাদেশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা প্রচলিত। এখানে রাষ্ট্রের সব ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।
ভারতের মণিপুরের জাতিগত সংঘাত নিয়ে কিছু বলুন।
—ভারতের মণিপুরে মেইতেই জাতিগোষ্ঠীকে ‘তফসিলি উপজাতি’ হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের এক রায় নিয়ে মেইতেই এবং কুকি ও নাগা জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। মেইতেই সম্প্রদায় মূলত সমতলে বসবাস করে এবং দেশটির ৫৩ শতাংশ জনসংখ্যা নিয়ে গঠিত হলেও মোট জমির ১০ শতাংশ তাদের অধীন। অন্যদিকে কুকি ও নাগা সম্প্রদায় পাহাড়ে বাস করে এবং রাজ্যের ৯০ শতাংশ জমি তাদের অধীন। তফসিলি উপজাতি না হওয়ায় মেইতেই সম্প্রদায়ের পাহাড়ে বাসস্থান স্থাপনের অনুমতি নেই এবং চাকরির ক্ষেত্রেও কোনো কোটা সুবিধা পায় না।
সরকারের ১০টি উদ্যোগের কথা বলুন।
—একটি বাড়ি একটি খামার (বর্তমানে আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ইত্যাদি।
এক্সটার্নাল-১ : কম্বাইন্ড সাইকল সম্পর্কে বলুন।
—বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কম্বাইন্ড সাইকল পাওয়ার প্লান্টে সাধারণত দুটি চক্র থাকে। একটি গ্যাস টারবাইন চক্র ও অন্যটি স্টিম টারবাইন চক্র।
প্রথমে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে গ্যাস টারবাইন চালানো হয় এবং গ্যাস টারবাইন থেকে নির্গত গরম গ্যাসকে সংগ্রহ করে সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়, যা স্টিম টারবাইন চালায় এবং বিদ্যুৎ উৎপাদন করে।
ট্রিপ কী?
—ট্রিপ বলতে স্বাভাবিক বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়াকে বোঝায়। অতিরিক্ত লোড, শর্টসার্কিট বা বৈদ্যুতিক কোনো ত্রুটির কারণে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বন্ধ হয়ে যাওয়াকে ট্রিপ বলে। এ ক্ষেত্রে সার্কিট ব্রেকার বা ফিউজের মাধ্যমে ট্রিপের কাজ সংগঠিত হয়।
বাংলাদেশে কত ফ্রিকোয়েন্সিতে ট্রিপ করে?
—৪৭.৫ হার্জ।
রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের খরচ কত?
—১,১৩,০০০ কোটি টাকা।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কত?
—২৫ হাজার মেগাওয়াটের বেশি।
ফ্রান্সের প্রেসিডেন্টকে এত সম্মান দেখানোর কারণ কী?
—ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে জিএসপি প্লাস সুবিধা পেতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। সে ক্ষেত্রে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।
ইউক্রেন যুদ্ধে জাতিসংঘের ভূমিকা কী?
—জাতিসংঘ উভয় দেশের মধ্যকার যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বৈঠক করেছে। যদিও আশানুরূপ ফল পাওয়া যায়নি। তবু জাতিসংঘের উদ্যোগেই রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে।
রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতে কী কোনো সমস্যা হবে এই অঞ্চলে?
রোহিঙ্গারা মায়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যের অধিবাসী। বর্তমানে ১০ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে। তাদের এই সমস্যার আশু সমাধান না হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হয়ে উঠতে পারে।
এক্সটার্নাল-২ : রোবটিকসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কী?
—রোবটিকস একটি সমন্বিত ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা। এখানে রোবটের বাহ্যিক অবয়বের কাজটুকু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ।
এক্সকাভেটর ও রোবটিকসের সম্পর্ক কী?
—এক্সকাভেটরও এক ধরনের রোবট।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও রোবটিকস একই সঙ্গে ব্যবহার করতে কী কী দরকার?
—এআই একটি ডাটানির্ভর ব্যবস্থা, স্যার। রোবটকে কোনো রকম বাহ্যিক নিয়ন্ত্রণ ছাড়া অপারেট করতে হলে এআই ব্যবহার করতে হবে। এর জন্য ডাটা ও ডাটা প্রেডিকশন মডেলের প্রয়োজন হবে।
ভাইভা কি এআইয়ের মাধ্যমে নেওয়া যাবে?
—নেওয়া যাবে স্যার। কিন্তু সে ক্ষেত্রে মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো রিয়েল ভাইভায় বোঝা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভাইভা নিলে সেই ব্যাপারগুলো নির্ধারণ করা সম্ভব হবে না।
বোয়েসেল কী? কাদের নিয়ে কাজ করে?
বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বোয়েসেল কাজ করে।
শ্রম মন্ত্রণালয় ও প্রবাসী মন্ত্রণালয়ের মধ্যে কোনটি আগে প্রতিষ্ঠিত হয়েছে?
—দুঃখিত স্যার, এটি আমার জানা নেই।
আপনার বিষয়ের সঙ্গে এসডিজির কোনো গোল (লক্ষ্য) মিলে?
—৭ নম্বর গোল ‘নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি’, এটা মিলে।
গ্রিন সিটি কোন গোলের মধ্যে পড়ে?
—১১ নম্বর গোলের মধ্যে।
(‘আপনার বিএসসির রেজাল্ট কী?’ বলে চেয়ারম্যান স্যার নিজেই সার্টিফিকেট দেখে বললেন, ‘ভালোই! যাও, তুমি আসতে পারো।’ স্যারদের সালাম দিয়ে বের হয়ে এলাম।)