প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় কম থাকলে এসব পদের জন্য নির্ধারিত সহায়ক বই সংগ্রহ করতে পারেন। পরীক্ষার সহজ প্রস্তুতির জন্য খুব ভালো উৎস হতে পারে বইগুলো। এ ছাড়া ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে বিগত পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও নমুনা প্রশ্ন দেখে বাসায় নিজে নিজে মডেল টেস্ট দিতে পারেন। সাধারণ জ্ঞানের সমসাময়িক বিষয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোতেও খোঁজখবর রাখতে হবে।
বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক
বাংলা : বাক্য রচনা, সমাস, কারক, ভাষা, সন্ধি বিচ্ছেদ, এককথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ-প্রবচন। গদ্য ও পদ্য থেকে প্রশ্ন কম থাকে।
ইংরেজি : Transformation of verbs, Phrases and idioms, Translation, Fill in the blanks, Sentence making, Correction, Narration, Voice & Sprats of speech|
গণিত : পাটিগণিত, বীজগণিত এই দুটো অংশ থেকে প্রশ্ন আসে। প্রশ্ন আসে জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি থেকেও। অষ্টম শ্রেণির পাঠ্যবই (পাটিগণিত) থেকে—লসাগু, গসাগু, শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদকষা, অনুপাত ও সমানুপাত। নবম-দশম শ্রেণির পাঠ্যবই (বীজগণিত) থেকে—উৎপাদক, মাননির্ণয় ও জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি।
সাধারণ জ্ঞান : সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্যের (বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্ব) পাশাপাশি বিজ্ঞান, অর্থনীতি, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বিষয়ের ওপর প্রস্তুতি রাখতে হবে। এ ছাড়া জীবন বীমা সম্পর্কিত সাধারণ তথ্য থেকেও প্রশ্ন থাকে।
পদভিত্তিক যোগ্যতা
উচ্চমান সহকারী—স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক—এইচএসসি বা সমমানের পাসসহ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।
অফিস সহায়ক—অষ্টম বা সমমানের যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে করপোরেশনে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরতদের বয়সসীমা শিথিলযোগ্য। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছর (২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে)। চাকরিরত প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
প্রার্থীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। উচ্চমান সহকারী পদে ১৩তম গ্রেডে ১১,০০০-২৬,৫৯০ টাকা, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদে ২০তম গ্রেডে ৮,২৫০-২০০১০ টাকা স্কেলে মাসিক বেতন। এ ছাড়া অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা তো থাকছেই।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে অনলাইনে (http://jbc.teletalk.com.bd)। যাঁরা ২০২০ সালের ৭ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোপূর্বে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করতে হবে না।