৮৮ এসআইকে শূন্যপদে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৮৮ এসআইকে শূন্যপদে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ পুলিশের ৮৮ জন উপপরিদর্শককে (এসআই-নিরস্ত্র) শূন্যপদে নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩ মে পুলিশের নন-ক্যাডার এসআই (নিরস্ত্র) পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। চাকরিপ্রার্থীরা ওয়েব স্ক্রিনিং পাস করে ২০২৩ সালের ৬ থেকে ৮ জুন তিন দিনের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য আবেদন করেন। এরপর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচ হাজার ৮৩৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে কম্পিউটার টেস্টে অংশগ্রহণ করে উত্তীর্ণ হন পাঁচ হাজার ৩১ জন।

একই বছরের ১৯ আগস্ট থেকে ১০ অক্টোবর মৌখিক পরীক্ষার পর ১৩ অক্টোবর ৯২১ জনকে নিয়োগ দিতে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। একই বছরের ১৭ থেকে ২৩ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা শেষে ৮৫৭ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু ২০২৩ সালের ৪ নভেম্বর রাজশাহীর সারদার মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে ৮২৩ জন যোগদান করেন।

২০২৩ সালের ১৭ ডিসেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া ৮৮ জন হাইকোর্টে রিট করেন।

প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে রিটটি চলমান থাকা অবস্থায় গত বছরের ১ ফেব্রুয়ারি পুনরায় ওই পদে প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে আবেদনপত্র আহবান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর এসআই পদের ৮৮টি পদ সংরক্ষণের জন্য পুলিশ মহাপরিদর্শক বরাবরে আবেদন করেন ৮৮ জন রিটকারী। ওই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন রিটকারীরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন

শেয়ার
মানববন্ধন
খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে খেলাঘর আসর। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
বাম গণতান্ত্রিক জোট

দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেছেন, চুরি, ডাকাতি, ছিনতাই, দখল, চাঁদাবাজিসহ আইন-শৃঙ্খলার চরম অবনতিতে জানমাল ও সামাজিক নিরাপত্তাহীনতায় মানুষ দিশাহারা। সরকার সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদর দমনের ক্ষেত্রে শুধু ব্যর্থই নয়, বরং সরকারের নির্বিকার, দায়িত্বহীন ভূমিকা এসব কাজকেই উৎসাহিত করছে। তাই দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের বিকল্প নেই।

মন্তব্য

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সংঘর্ষে আহত বিএনপি নেতা গানিউল হক (৫০) গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল মঙ্গলবার উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে সংঘর্ষে উভয় গ্রুপের পাঁচজন আহত হন।

পরে পুলিশ ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটায় মহিলা পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটায় মহিলা পরিষদের উদ্বেগ

রাজধানীতে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও গভীর বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল বুধবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের প্ল্যাটফরমের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিপেটা করে। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও গভীর বিস্ময় প্রকাশ করছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ