বরগুনায় ধর্ষণ মামলা করায় ভুক্তভোগীর বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতপরিচয় যুবক ও নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় দিন পর এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—
বরগুনা : মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা করায় ভুক্তভোগীর বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জানান, গত ২ মার্চ সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে প্রতিবেশী ছিদামের ছেলে শ্রীজিৎ ধর্ষণ করে। এ ঘটনায় তাঁর স্বামী শ্রীজিতের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলায় আসামি শ্রীজিৎ কারাগারে আছে। তাঁদের ধারণা, আসামির স্বজন ও বন্ধুরা প্রতিশোধ নিতে তাঁর স্বামীকে হত্যা করেছে।
বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।
ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার আকসিরনগর আবাসিক প্রকল্প এলাকার রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, চার-পাঁচ দিন আগে দুর্বৃত্তরা তাঁকে অন্যত্র হত্যা করে মঙ্গলবার রাতের কোনো একসময় ওই রাস্তার পাশে ফেলে গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য ও পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
নরসিংদী : জেলার শিবপুরে নিখোঁজের ছয় দিন পর সোহেল রানা (২৫) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভুরবুড়িয়া গ্রামের চকেরবাড়ির একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর জগত্পুর এলাকার চেদু মিয়ার ছেলে। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইফতারের পর অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন সোহেল।