চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরা হজের মুয়াল্লিমকে তল্লাশি করে অর্ধ কোটি টাকা সমমূল্যের স্বর্ণের চালানসহ তাঁকে গ্রেপ্তার করেছেন বিমানবন্দরের কর্মকর্তারা। গতকাল বুধবার সকালে স্বর্ণসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্যাগেজ নীতিমালা অনুযায়ী, একজন যাত্রী বিনা শুল্কে সর্বোচ্চ ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার আনতে পারেন। তবে শুল্ককর দিয়ে ১১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার আনা যায়।
গ্রেপ্তার মুয়াল্লিম শুল্ককর ছাড়াই ৪০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসেন। গ্রেপ্তার মুয়াল্লিমের নাম শাহিন আল মামুন (পাসপোর্ট নং : এ-১২৭৭৭৮৯৩)। তাঁর বাড়ি রাঙামাটি জেলায়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গ্রেপ্তার শাহিন আল মামুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
সকাল ৯টা ৩৫ মিনিটে ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম তল্লাশি করে ওমরা হজের মুয়াল্লিম মামুনের কাছ থেকে ২২ ক্যারেটের ৪০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করে।