<p>দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৪০ শতাংশ। তবে গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৪০ শতাংশ বা দুই হাজার ৬৫৮ কোটি টাকা। তবে এ সপ্তাহে বেড়েছে ডিএসইর লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা। চলতি সপ্তাহে কমেছে ডিএসইর দুটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫.১৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ। এ ছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৬.৭০ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৬.৮৪ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ।</p> <p>এদিকে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে এক কোটি ৫৩ লাখ টাকা বা ০.৪৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১২ লাখ টাকা।</p> <p> </p>