<p style="text-align:justify">ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিম বলেছেন, ‘শেখ হাসিনা আবারও ফিরে আসবেন। দেশের অবস্থা ভালো না। দেশের মানুষ দুই বেলা ভাতও পায় না।’</p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় এ মন্তব্য করেন হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম।</p> <p style="text-align:justify">এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন। একজন মাথার হেলমেট নিচে নামিয়ে দেন। তখন সোলায়মান সেলিম বলেন, ‘আমার মুখ যতই চাপিয়ে রাখার চেষ্টা করা হোক, মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না।’</p> <p style="text-align:justify">এদিন দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে তাকে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। সোলায়মান সেলিম লিফটে করে আদালতে উঠতে চাননি। পরে অবশ্য লিফটে করেই ওপরে ওঠেন।</p> <p style="text-align:justify">পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জামিন শুনানি হয়। সোলায়মান সেলিমের পক্ষে শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন।</p> <p style="text-align:justify">শুনানিতে তিনি বলেন, পুলিশ প্রতিবেদনে সুনির্দিষ্ট অভিযোগ নেই। আর ঘটনার সময় তিনি দলীয় কোনো পদে ছিলেন না।</p> <p style="text-align:justify">রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়। জামিন পেলে অশান্তি সৃষ্টি করবে। শান্তি নষ্ট করবে।</p> <p style="text-align:justify">পরে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।</p>