<p style="text-align:justify">সরকার পতনের আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার ওপর গুলি করে হত্যার অভিযোগে পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। </p> <p style="text-align:justify">রবিবার (১২ জানুয়ারি) তাকে আদালতে হাজিরের পর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও বি এম সুলতান মাহমুদ।</p> <p style="text-align:justify">পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কনস্টেবল সুজন হোসেন এপিবিএনের সদস্য। তাকে ৫ আগস্ট চানখাঁরপুলে পাঠানো হয়েছিল। সেখানে শান্তিপূর্ণ ছাত্র-জনতার ওপর খুব ঠাণ্ডা মাথায় গুলি করছিলেন তিনি। খুব আরাম-আয়েশ করে, ভাবভঙ্গি নিয়ে গুলি করছেন। সেখানে সাতজন মারা গেছেন। তার আচার-আচরণ দেখে মনে হচ্ছিল, তিনি এটাকে পারসোনালি (ব্যক্তিগতভাবে) নিয়েছিলেন। এর ভিডিও ভাইরাল হয়েছিল। অন্য মামলায় তিনি গ্রেপ্তার ছিলেন।’</p> <p style="text-align:justify">প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, ‘শাহবাগ থানার এক মামলায় সুজন হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ১ জানুয়ারি তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য (প্রডাকশন ওয়ারেন্ট) আবেদন দিয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন। আজ হাজির করার পর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ </p> <p style="text-align:justify">আগামী ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে বলে জানান এই প্রসিকিউটর।</p>