<p>মহান আল্লাহ ইরশাদ করেন, </p> <p style="text-align:center"><span style="font-size:22px"><strong>حَسْبِيَ اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ</strong></span></p> <p>অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তার ওপর ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি। (সুরা তাওবা, আয়াত : ১২৯)</p> <p>হাদিস : সকাল-সন্ধ্যায় ওই আয়াত সাত বার পাঠ করলে সেই দিন ও রাতের সব দুশ্চিন্তা ও উৎকণ্ঠার ব্যাপারে আল্লাহই যথেষ্ট হবেন। আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পড়বে আল্লাহ তার জন্য সব ধরনের দুশ্চিন্ত থেকে বাঁচতে যথেষ্ট হবেন। চাই সে তা সত্যিকারভাবে বা কৃত্রিমভাবে বলুক। (আবু দাউদ, হাদিস : ৫০৮১)<br />  </p>