<p>বিশৃঙ্খলার বিরুদ্ধে বিএনপি লড়াই করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর দেশে বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে। যারা পতিত হয় তারা শয়তানি করার চেষ্টা করবে। আমরা এটার বিরুদ্ধে আছি, থাকব, লড়াই করব।’</p> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732611819-652342394fe14027975ea1cf9a4bcdb0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/26/1450811" target="_blank"> </a></div> </div> <p>ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা কয়েকটি বিপ্লব দেখেছি। একটা দেখেছি শ্রীলঙ্কায়, একটা ইরাকে আর একটা মিসরে। এ ধরনের গণ-অভ্যুত্থানের পরে যেখানে পুলিশ থাকে না, কেউ থাকে না সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবের লেজ থেকে যায়। ফলে যারা পতিত হয় তারা শয়তানি করার চেষ্টা করবে। আমরা বিএনপি এটার বিরুদ্ধে আছি, থাকব, লড়াই করব এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসব।’</p> <p>এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয় রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশ ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি একাদশ।</p>