<p>গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার অভিযানে হামলা চালিয়েছে একদল উচ্ছৃঙ্খল গ্রামবাসী হামলা চালিয়েছে। এতে উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) ৭ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।</p> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ইজ্জতপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ তিনটি গাড়ি ও দুইটি এক্সকেভেটর ভাঙচুর করা হয়েছে।</p> <p>এ সময় হামলায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।</p> <p>আহতরা হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. হানিফ, স্টাফ আশিক, রাজেন্দ্রপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক মো. লিটন, এক্সকাভেটরচালক মো. রাসেল, হাকিমুল্লাহ ও আরফান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বনভূমি উজাড়ে শীর্ষের দিকে বাংলাদেশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/03/21/1710989675-8c27bb776b2d9f7906738b0aee0253c6.JPG" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বনভূমি উজাড়ে শীর্ষের দিকে বাংলাদেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/03/21/1373342" target="_blank"> </a></div> </div> <p>বন বিভাগ সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদের নেতৃত্বে যৌথবাহিনীর সহায়তায় মঙ্গলবার সকাল থেকে বনভূমি উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ। দুপুর পর্যন্ত কাফিলাতলী এলাকায় বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পাশে ইজ্জতপুর বাজারের পশ্চিম পাশে অভিযান চলে।</p> <p>ঢাকা বিভাগীয় সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ শামসুল আরেফীন জানান, মঙ্গলবার বিকেল প্রায় পৌনে ৪টার দিকে অভিযান শেষে ফেরার পথে দখলকারীরা পেছন থেকে হামলা চালায়। দখলকারীরা তিনটি গাড়ি, দুইটি এক্সকেভেটর ভাঙচুর করে।</p> <p>উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, অভিযানের শেষ দিকে একটি জমির মালিকানা রেলওয়ের বলে দাবি করে স্থানীয় কিছু বাসিন্দা। পরে ওই জমিতে থাকা অবৈধ স্থাপনা না ভেঙে ফেরা পথে ওই জমিতে থাকা দোকান ও বসতঘরের মালিকরা হামলা চালায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি জগলুল গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732516624-3348af54a80d8d01dec353390836bd97.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি জগলুল গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/25/1450419" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ বলেন, ‘হামলায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। জড়িত আরো কয়েকজনের নাম পেয়েছি। বাকিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।’</p>