<p>পুলিশে কর্মরত থাকা অবস্থাতেই তার দাপটে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। জমি দখল, চাঁদাবাজি ও মামলা দিয়ে হয়রানি ছাড়াও বিভিন্ন প্রভাব বিস্তার করে আসছিলেন তিনি। অবসর নেওয়ার পর সেই এসআই এখনও ভয় দেখিয়ে জমি দখলে নিয়ে নিঃস্ব করেছে অনেক মানুষকে।</p> <p>এমন সব অভিযোগ উঠেছে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালি গ্রামের অবসরপ্রাপ্ত এসআই মো. শহিদুল্লাহর বিরুদ্ধে। আর এসব অভিযোগে মঙ্গলবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তার আপন ভাই আব্দুল জব্বারসহ ১২ জন ভুক্তভোগী।</p> <p>সংবাদ সম্মেলনে অভিযোগকারীরা বলেন, এসআই মো. শহিদুল্লাহ ২০১৭ সালে সিআইডি থেকে অবসরে যান। এরপরই এলাকার মানুষের কাছে তিনি এক আতঙ্কের নাম হয়ে উঠেন। এলাকাবাসী ও তার প্রতিবেশীদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, চুরি, ডাকাতি ও ভূমি সংক্রান্ত ১৪ থেকে ১৫টি মামলা দেন তিনি। সর্বশেষ এ বছরের ১৮ নভেম্বর আরেকটি লুটপাট ও ভাঙচুরের মামলা দেন এসআই শহিদুল্লাহ। একের পর এক মামলা দিয়ে এলাকাবাসীকে এভাবেই হয়রানি করে আসছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশও এখনও শহিদুল্লাহকে সহযোগিতা করে যাচ্ছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক এমপি আফিল উদ্দিনের দখলকৃত ১২৩ বিঘা জমি উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732099356-af2b8b93e44237de618542cfb4f70170.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক এমপি আফিল উদ্দিনের দখলকৃত ১২৩ বিঘা জমি উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448745" target="_blank"> </a></div> </div> <p>ভুক্তভোগী ইসলাম উদ্দিন তার ওপর চলা শারীরিক ও মানসিক নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। আরেক ভুক্তভোগী হোসেন তার শরীরের বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন সাংবাদিকদের দেখিয়ে বলেন, ২০১৯ সালে তার ওপর শহিদুল্লাহসহ তার চার ছেলে রাসেল, রুবেল, রিফাত হাসান বাবুল ও তানভীর হাসান সাগর মিলে দেশীয় অস্ত্রের সাহায্যে মারাত্মকভাবে আহত করে। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। এখনো তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন তারা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন হোসেন।</p> <p>এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল্লাহ কালের কণ্ঠকে জানান, তিনি ৪০ বছর চাকুরি করেছেন। এর মধ্যে ৩৯ বছর ধরেই নিজের এলাকায় কম দামে জমি ক্রয় করেছেন। এখন অনেকেই জমি বিক্রি করে নিঃস্ব হয়ে ওই জমি দখলে নিতে চায়। প্রতিবাদ ও মামলা করে জমি উদ্ধার করায় মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ময়ূরের দখল-দূষণ রোধে দরকার পূর্ণাঙ্গ খনন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731260017-d2f8862c480ebcb5d4ec7d5fbac6d4c5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ময়ূরের দখল-দূষণ রোধে দরকার পূর্ণাঙ্গ খনন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/priyo-desh/2024/11/11/1445135" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে শহিদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>