<p>সমর্থকরা অপেক্ষায় ছিলেন কখন উঠবে বাংলাদেশি ক্রিকেটারদের নাম। সেই অপেক্ষা ফুরায় মুস্তাফিজুর রহমানের নাম নিলামে উঠলে। তার নাম উঠার সঙ্গে সঙ্গে হয়তো অনেকেই উৎফুল্ল নিয়ে টিভিতে চোখ রাখছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় সেই উৎফুল্ল।</p> <p>হবেই না কেন? মুস্তাফিজের নাম উঠার সঙ্গে সঙ্গেই যে ‘আনসোল্ড’ লেখা ভেসে উঠে স্ক্রিনে। বাঁহাতি পেসারকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। তার মতো পরে অবিক্রিত থেকেছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ভারতীয় মুদ্রায় ২ কোটি রুপি। অন্যদিকে রিশাদের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="33" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/মি...jpg" width="1000" /> <figcaption>বিগ ব্যাশে দল পেলেও আইপিএলের নিলামে অবিক্রীত থেকেছেন রিশাদ হোসেন। ছবি : ক্রিকইনফো</figcaption> </figure> </div> <p>এবারের নিলামে মোট ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে জায়গা পেয়েছেন। তার মধ্যে মুস্তাফিজ ও রিশাদকে নিলামে তোলা হয়েছিল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক আইপিএলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন মুস্তাফিজ। এরপর থেকে প্রতিটি আসরেই মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস কিংবা চেন্নাই সুপার কিংসের মতো কোনো না কোনো দলের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। সর্বশেষ টুর্নামেন্টেও চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন তিনি।</p> <p>অন্যদিকে প্রথমবারের মতো আইপিএলের নিলামে জায়গা পেয়েছেন রিশাদ। তবে কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। অথচ, বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে জায়গা পেয়েছেন তিনি। হোবার্ট হারিকেনের হয়ে খেলবেন এই লেগস্পিনার।</p>