<p>রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।</p> <p>সোমবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হাসিনা সরকার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রসংগঠনটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে :  রাজিব আহসান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732546912-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে : রাজীব আহসান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/25/1450557" target="_blank"> </a></div> </div> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা জানান, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থানের রাজশাহী মহানগরের সহযোদ্ধাদের সঙ্গে কালেক্টর মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধিদলের একাংশের মতবিনিময়ে চলাকালীন কিছু ব্যক্তি অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। </p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীদের হামলায় স্থানীয় একাধিক শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধিদলের সদস্য কেন্দ্রীয় সহ-সমন্বয়ক কুবরাতুল আইন কানিজ, আসিফ মোস্তফা জামাল ও ফাতিন মাহদী আক্রমণের শিকার হন। </p> <p>এমন ঘৃণ্য হামলার বিচার চেয়ে বিজ্ঞপ্তিতে উমামা ফাতেমা বলেন, ‘সন্ত্রাসীদের দ্বারা পূর্বপরিকল্পিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলায় জড়িত সব সন্ত্রাসীকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’</p> <p>রাজশাহী মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কোনো কমিটি নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেসসচিব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732546104-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেসসচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/25/1450553" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, প্রতিনিধি আসিফ মোস্তফা জামাল এবং ফাতিন মাহদী স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের জন্য তারা কালেক্টর মাঠে একত্রিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাশেদ রাজনের নেতৃত্বে হেলমেট পরিহিত কিছু তরুণ, লাঠি, হাতুড়ি এবং দেশীয় অস্ত্র হাতে ওই স্থানে উপস্থিত হন। এক পর্যায়ে তারা সাক্ষাতে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের জেরা করতে থাকেন। এসময় তারা বলেন, কেন তাদের না জানিয়ে এই  আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তারা দাবি তোলেন যে রাজশাহীতে যে কোনো আলোচনা সভা করার পূর্বেই তাদের জানাতে হবে।</p> <p>এক পর্যায়ে রাবি সমন্বয়কের নেতৃত্বে আসা হেলমেট বাহিনীরা ফাতিন মাহদীসহ স্থানীয় প্রতিনিধিদের ওপর চড়াও হন, অকথ্য ভাষায় গালি গালাজ এবং পরবর্তীতে  তারা স্থানীয় প্রতিনিধিদের ওপর হামলা করে বসেন। </p> <p>কেন্দ্রীয় সহ-সমন্বয়ক কুররাতুল আইন কানিজ এবং আসিফ মোস্তফা জামাল দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলে সোহেল রানা নামের এক স্থানীয় প্রতিনিধি গুরত্বর আঘাতপ্রাপ্ত হন।</p> <p>এ ব্যাপারে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন মাহদী কালের কণ্ঠকে বলেন, ‘রাজশাহীতে মহানগর ও জেলার স্থানীয় সহযোদ্ধাদের সঙ্গে খোলা আকাশের নিচে মতবিনিময় চলাকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাশেদ রাজন ও মহানগরের ‘স্বঘোষিত’ সমন্বয়ক আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক মেহেদী সজীব ও আবু তালেবের নেতৃত্বে কিছু স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী আমাদের ওপরে হামলা করে। তাদের উদ্দেশ্য ছিল- রাজশাহী মহাগনর ও জেলাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়ায় বাধা দিয়ে নিজেরা সমন্বয়ক দাবি করে রাজশাহীতে ত্রাসের রাজত্ব কায়েম করা। তারাই আমাদের ওপর হামলা করে, আবার নিজেরাই আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের নাম এবং আমার ছবি ব্যবহার করে মিথ্যা খবর প্রকাশ করে।’</p>