দেশের বাজারে কমল সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দেশের বাজারে কমল সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর
ফাইল ছবি

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দামে কমেছে এক হাজার ৮৯০ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৪০ হাজার ৩৭৬ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

আরো পড়ুন
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

 

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১.৪০ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৪০ কোটি ডলার। রবিবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাস মার্চের ৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৬০ বিলিয়ন বা দুই হাজার ৬৬০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভ হলো ২১.৪০ বিলিয়ন বা ২ হাজার ১৪০ কোটি ডলার।

এর আগে গত মাস ফেব্রুয়ারির ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৬.১৩ বিলিয়ন বা দুই হাজার ৬১৩ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০.৯০ বিলিয়ন বা দুই হাজার ৯০ কোটি ডলার।

এদিকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাস আয় দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ফেব্রুয়ারি মাসের পুরো সময়ে আড়াই বিলিয়ন (২.৫৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ হাজার ৮২৯ কোটি টাকার বেশি।

মন্তব্য

রিয়েল এস্টেট খাতে রাজনীতিবিদ ও আমলাদের বিনিয়োগ কমেছে : ইকবাল হোসেন

অনলাইন প্রতিবেদক
অনলাইন প্রতিবেদক
শেয়ার
রিয়েল এস্টেট খাতে রাজনীতিবিদ ও আমলাদের বিনিয়োগ কমেছে : ইকবাল হোসেন
ছবি: কালের কণ্ঠ

জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল কালের কণ্ঠকে বলেছেন, ‘রিয়েল এস্টেট সেক্টরটি এ মুহূর্তে খুব ভালো নেই। আমরা রিয়েল এস্টেট উদ্যোক্তারা ও যারা ফ্ল্যাট নির্মাণের সঙ্গে জড়িত আমরা খুব কঠিন সময় পার করছি। এর পিছনে বর্তমান রাজনৈতিক পটপরিবর্তন এবং নির্মাণসামগ্রীর উর্দ্ধমূল্য কিংবা ব্যাংকের ইন্টারেস্ট রেট সবকিছু মিলে রিয়েল এস্টেট কঠিন মন্দাকালীন সময় পার করছি আমরা।

রিয়েল এস্টেট খাতের অন্যতম বিনোয়গকারী হলেন রাজনীতিবিদ ও আমলারা।

তারাই বিনিয়োগ করে থাকেন। কিন্তু এখন উপদেষ্টা পরিষদ আছেন, তা খুব স্বল্প সংখ্যক। কিন্তু কোনো রাজনৈতিক নেতা নেই, তাই রিয়েল এস্টেটে তেমন বিনিয়োগ নেই। এর জন্য আমরা বড় রাজনৈতিক পটপরিবর্তনকে দেখছি।
কারণ রাজনৈতিক নেতাদের বড় অংশ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতেন। এছাড়াও আমলারাও বিনিয়োগ করতেন, কিন্তু সেটি আমরা এখন পাচ্ছি না। কারণ দেশ একটা সংকটাপূর্ণ অবস্থায় আছে। তাই সমন্বিত উদ্যোগ নিয়ে এই সেক্টরটিকে বাঁচাতে  হবে।

তিনি আরো বলেছেন, যারা আগে বিনিয়োগ করেছেন, তাদের সেই বিনিয়োগকৃত অর্থ ফেরত চাচ্ছেন বা বিক্রি করে দিচ্ছেন। আমরা যাদের কাছ থেকে বিনিয়োগ পেয়েছিলাম তারা রাজনৈতিক কারণে এখন দেশে নেই। ফলে তারা ফ্ল্যাট বিক্রির জন্য নানাভাবে চেষ্টা করছেন। তাই এই সময়ে রিয়েল এস্টেট সেক্টরটি কঠিন ক্রান্তিলঙ্গে আছে।

অন্তর্বর্তীকালীন সরকার নানা সেক্টর নিয়ে কাজ করছেন, কিন্তু রিয়েল এস্টেট নিয়ে তারা কতটুকু মাথা ঘামাচ্ছে? বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাজ।

তারা কঠিন বাস্তবতায় এসেছেন এবং নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। কিন্তু তারা রিয়েল এস্টেট নিয়ে সেভাবে সময় দিচ্ছেন বলে মনে হচ্ছে না। আমরা সংশোধিত ড্যাব বাস্তবায়নের জন্য তাদের কাছে গেলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। 

এই খাত ক্ষতিগ্রস্ত হলে এর সঙ্গে জড়িত ৩৫ লাখ মানুষের কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আবাসন খাতে ৩৫ লাখ মানুষ জড়িত। এছাড়াও এর সঙ্গে ১৫০টির মতো লিঙ্ককের শিল্প আছে। তাই এই খাত বাঁচাতে আলাদা মন্ত্রণালয় প্রয়োজন। এই শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছিলাম, সেটি দেওয়া হয়নি। এই শিল্পে যেসব কাঁচামাল ব্যবহার হয় সবগুলো আমদানি নির্ভর। সেজন্য ডলার রেটের বৃদ্ধিতে সেটি নির্মাণশিল্পের উপরে এসে পড়েছে। এছাড়াও গ্রাহকরা যে ঋণ নিবেন সেই ঋণের জন্য সুদের হার সর্বোচ্চ। এজন্য যারা ফ্ল্যাট কিনবেন সেটিও গ্রাহকরা বহন করতে পারছেন না। তাই এই সেক্টরকে বাঁচাতে বড় পরিকল্পনা দরকার। 

নির্বাচিত সরকার আসলে এই খাত বাঁচাতে করণীয় জানতে চাইলে বলেন, এই খাতে সরকারের ‍দৃষ্টি দিতে হবে। এই বিষয়ে বিশদ পরিকল্পনা দরকার। এছাড়াও মন্ত্রণালয় দরকার। এছাড়াও এই খাতে ২০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ প্রয়োজন। গ্রাহকদের কম সুদে ঋণ ও রেজিস্ট্রেশন খরচ কমালে এই শিল্পকে বাঁচানো সম্ভব বলে আমার মনে হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

ভরিতে ১০৩৮ টাকা কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভরিতে ১০৩৮ টাকা কমল সোনার দাম
সংগৃহীত ছবি

দেশের বাজারে কিছুটা কমেছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম এক হাজার ৩৮ টাকা কমে এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকা হয়েছে। আগামীকাল রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

শনিবার (৮ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য হ্রাসের তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

আরো পড়ুন
এক দিন ‘ম্যানেজ’ করলেই ঈদে ছুটি মিলবে ৯ দিন

এক দিন ‘ম্যানেজ’ করলেই ঈদে ছুটি মিলবে ৯ দিন

 

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৪৪ হাজার ৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা মন্ত্রণালয় চান মালিকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা মন্ত্রণালয় চান মালিকরা
সংগৃহীত ছবি

টেকসই পোশাক ও বস্ত্র খাতের জন্য একটি আলাদা মন্ত্রণালয় চান শিল্প মালিকরা। তারা বলছেন, একক খাত হিসেবে রপ্তানি আয়ের বড় উৎস পোশাক খাত। তবে বৈশ্বিক ও স্থানীয় নানামুখী নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এসব মোকাবেলা করতে দীর্ঘমেয়াদি নীতি দরকার, এ জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা জরুরি।

শনিবার (৮ মার্চ) রাজধানীর একটি একটি হোটেলে পোশাক মালিকরা এসব কথা বলেন। বিজিএমইএ নির্বাচনী জোট-ফোরাম সাধারণ ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও ইফতারের আয়োজন করে।

এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, বিগত দিনে বিজিএমইএ দলীয় কার্যালয়ে পরিণত হয়, যা দুঃখজনক। হারানো ভাবমূর্তি ফেরাতে হবে।

ব্যবসায়ীরা বলেন, আগামী দিনে যারা বিজিএমইএর নেতৃত্বে দেবেন, তারা যাতে কেবল কার্ড বহনকারী পরিচালক হিসেবে পরিচিতি না পান। তাদের দৃঢ প্রতিশ্রুতি থাকতে হবে। সরকারের সঙ্গে আঁতাত নয়, দেশের স্বার্থে, পোশাক খাতের জন্য নির্দেশনা দিতে হবে। অন্যথায় শিল্প টিকবে না।

এ সময় ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু বলেন, নির্দিষ্ট সময় পর্যন্ত নীতি সহায়তা দরকার পোশাক খাতের জন্য। এই খাত নিয়ে দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলে সব সময়। শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য তৈরি হচ্ছে বিভিন্ন সময়। এর পেছনে রাজনীতি জড়িত কিনা খতিয়ে দেখতে হবে। কারণ শ্রমিকরা তাদের রুটি রুজি নষ্ট করতে পারে না।

একই সঙ্গে কাস্টমসের নিরীক্ষা হয়রানি থেকে উদ্যোক্তাদের রেহাই দিতে হবে। আর টেকসই নীতির জন্য আলাদা মন্ত্রণালয় দরকার।

ফোরাম মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী বলেন, সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, এরই মধ্যে প্রায় ৭০০ ভুয়া ভোটার শনাক্ত হয়েছে। তাদের ভোটাধিকার বাতিল করা হয়েছে। এটি খুব লজ্জার। আমরা চাইবো, আগামী নির্বাচন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। মনে রাখতে হবে, এই খাত ছাড়া বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখা যাবে না। আর বিজিএমইএ কোন দলীয় কার্যালয়ে পরিণত করা যাবে না।

বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা বলেন, ব্যবসা সরকার বোঝে না, সরকারকে বোঝানোর দায়িত্ব আমাদের। যে কোন সমস্যা সমাধানের জন্য সংগঠন হিসেবে বিজিএমইএকে ভূমিকা নিতে হবে। আন্তর্জাতিক ব্যবসার জন্য যেসব সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো ঠিকভাবে তুলে ধরা হচ্ছে না। মালিকরা খুব হতাশাভাবেই কাজ করছে। সমস্যাটা সবার।

আরেক সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) বলেন, সংকট পরিস্থিতি মোকাবিলা করতে বিজিএমইএ তে দক্ষ নেতৃত্ব দরকার।

বিজিএমইএর সাবেক সভাপতি. ড. রুবানা হক বলেন, বহু বছরের জঞ্জাল থেকে মালিকরা রেহাই চান। নানা কারণে বিজিএমইএ নিয়ন্ত্রণ করা হয়েছে বিগত দিনে। এবার একটি স্বচ্ছ ভোট হতে হবে ভারমূর্তি ফেরাতে। তাছাড়া নিয়ন্ত্রণ বহিভূর্ত কারণে কোন কারখানা রুগ্ন হতে পারে। কিন্তু কোন মালিক বিপদে পড়লে তার এক্সিট নাই। একটি বিশদ এক্সিট পলিসিটি করতে হবে পোশাক খাতের জন্য। বিদেশি ক্রেতাদের সঙ্গে ন্যায্য দর নিয়ে দর কষাকষি বাড়াতে হবে মালিকদের।

ফোরাম সভাপতি আব্দুস সালামসহ মালিকরা পোশাক খাতের চিত্র তুলে ধরেন।

এদিকে, আগামী ২৮ মে বিজিএমইএ নির্বাচন। নির্বাচন পরিচালনা বোর্ড তফসিল ঘোষণা করেছে। ২৪ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর সাধারণ সদস্যদের চাঁদা পরিশোধের শেষ দিন ২৯ মার্চ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ