<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়া গত বৃহস্পতিবার ইউক্রেনের দনিপ্রো শহরে হামলা চালায়, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেছে। হামলাটি এমন এক বিস্ফোরণ ঘটায়, যা তিন ঘণ্টা ধরে চলতে থাকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা ভীষণ শক্তিশালী। এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা একে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) বৈশিষ্ট্যসম্পন্ন বলে জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবারের ওই হামলাকে নতুন ওরেশনিক হাইপারসনিক ইন্টারমিডিয়েট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) পরীক্ষা হিসেবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চলতে থাকবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা কর্মকর্তারা গতকাল রবিবার একটি অজ্ঞাত স্থানে জাল দিয়ে ঘেরা ঘাসের ওপর ভারী থেকে ছোট আকারের ধাতব টুকরা প্রদর্শন করেছেন, এএফপি সাংবাদিকরা সেটি দেখেছেন। ওই ক্ষেপণাস্ত্রের কোনো নাম প্রকাশ করেননি এসবিইউ কর্মকর্তারা। তবে তারা জানিয়েছেন, এটি এমন ধরনের ক্ষেপণাস্ত্র, যা আগে তারা দেখেননি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষেপণাস্ত্র পরীক্ষাকারী কর্মকর্তাদের মধ্যে ওলেগ নামে একজন জানান, ইউক্রেনের মাটিতে এ ধরনের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এই প্রথমবার পাওয়া গেল। এর আগে এ ধরনের কিছু নিরাপত্তা তদন্তকারীদের হাতে পড়েনি। এটি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এটুকু বলতে পারি যে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এর আঘাতে দনিপ্রোতে বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>