<p style="text-align:justify">রংপুর নগরীর প্রধান সড়ক, পাড়া, মহল্লাসহ যেখানে-সেখানে টেলিফোন, ইন্টারনেট, কেবল টিভির সংযোগের তার একাকার হয়ে ঝুলছে। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের সংযোগের সঙ্গে এমন তারের জঞ্জাল থাকায় মাঝেমধ্যে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনা রোধে অবিলম্বে ওপর থেকে তারের জঞ্জাল নামিয়ে মাটির নিচ দিয়ে বসানোর দাবি জানিয়েছে সচেতন মহল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732511419-b0ef055cc25eb4476685b7662023d0b3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/25/1450403" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রংপুর নগরীতে দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও গত শনিবার গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের বাস বিদ্যুতায়িত হয়ে মাহিনের মৃত্যুতে নতুন করে ভাবনা শুরু হয়েছে। নগরজুড়ে বিদ্যুতের তারের সঙ্গে এসব তারের জঞ্জাল দৃশ্যদূষণ। চলতে-ফিরতে মাথার ওপর ঝুলে থাকা এসব তার নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পরও কার্যত কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।</p> <p style="text-align:justify">সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সড়কে ইন্টারনেট, কেবল লাইন ও টেলিফোনের তার ঝুলছে। বিশেষ করে জাহাজ কম্পানি, পায়রা চত্বর, সেন্ট্রাল রোড, প্রেস ক্লাব, বেকপট্টি মোড়, পুষ্টির মোড়, সুপার মার্টেক, সিটি বাজার, মেডিক্যাল মোড়, শাপলা এলাকায় এই তারের সংখ্যা বেশি। বৈদ্যুতিক খুঁটিতে অপরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা ইন্টারনেট সার্ভিস ও ডিশ কেবল অপারেটরদের অসংখ্য তার। দীর্ঘদিন ধরে বিনা বাধায় ইচ্ছামতো এসব তার ঝুলিয়ে রাখায় সেগুলো জঞ্জালে পরিণত হয়েছে।</p> <p style="text-align:justify">নগরবাসীর অভিযোগ, মাথার ওপর ঝুলন্ত তার ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে ঝুলতে থাকা এসব তার বড়ই দৃষ্টিকটু। দ্রুত সময়ের মধ্যে এসব তার অপসারণে সিটি করপোরেশনের উদ্যোগ নেওয়া দরকার।</p> <p style="text-align:justify">নগরীর জাহাজ কম্পানিকে ব্যবসা করা মহিউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে মাথার ওপর তারের জট ঝুলতে দেখছি। মাঝেমধ্যেই বৈদ্যুতিক খুঁটি থেকে তার নিচের দিকে হেলে পড়ে। এতে পথচারীরা আতঙ্কে থাকেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্মাণে ব্যস্ত পলাশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732510680-628cd1cf70e7ba6cf98f708b3e477efa.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্মাণে ব্যস্ত পলাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/25/1450400" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">একই এলাকার ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, নগরীর প্রত্যেকটি বৈদ্যুতিক খুঁটি যেন তারের এই জঞ্জালের ভার আর বইতে পারছে না। এসব জঞ্জালের কারণে অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারও দেখা যায় না। মাটির নিচ দিয়ে সব তার সঞ্চালনের ব্যবস্থা করা হলে দুর্ঘটনার কোনো ঝুঁকি থাকবে না।</p> <p style="text-align:justify">রংপুর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ বলেন, ‘মাঝেমধ্যেই বিভিন্ন এলাকায় তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে থাকে। তারের জঞ্জাল থেকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভায়। বিষয়টি নিয়ে নগরবাসী আতঙ্কে থাকলেও সিটি কর্তৃপক্ষ নির্বিকার। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।'</p> <p style="text-align:justify">রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসুদ আলম বলেন, অপরিকল্পিতভাবে যে হারে তার ঝোলানো হচ্ছে তাতে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে।  বৈদ্যুতিক খুঁটি থেকে তারের জঞ্জাল দ্রুত সরানো প্রয়োজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732510247-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/25/1450398" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রংপুর নর্দান ইলেকট্রিক সাপ্লাই কম্পানির (নেসকো) প্রধান প্রকৌশৰী আশরাফুল আলম মণ্ডল বলেন, ‘ইন্টারনেট সার্ভিস ও ডিশ কেবল থেকে প্রায়ই ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তা ছাড়া বড় ধরনের ঘটনা কখন ঘটবে আগাম বলা মুশকিল। বিদ্যুতের লোড বাড়লে এসব তারের জঞ্জাল থেকে শর্ট সার্কিট হয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি সিটি করপোরেশনকে জানাব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘অচিন পাখি’র দরজা খোলা, তোমরা এসো : ফরিদা পারভীন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732509879-94f15bcc8f380136948a26387f0defca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘অচিন পাখি’র দরজা খোলা, তোমরা এসো : ফরিদা পারভীন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/25/1450396" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।</p>