<p>দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ও গতকাল বুধবার দিনের বিভিন্ন সময় দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p>হিলি (দিনাজপুর) : ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কা দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকের চালক ইসমাইল হোসেন (৪০) এবং সহকারী বাবু মিয়া (২৫)।</p> <p>মাগুরা : মাগুরা-যশোর মহাসড়কের কাটাখালী এলাকায় গতকাল পিকআপ ভ্যানের চাপায় নওশের আলী (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার সীতারামপুর গ্রামে।</p> <p>ফরিদপুর : আলফাডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শহীদ খান (৫৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর-ফলিয়া বাইপাস সড়কের বারাংকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। তাঁর নাম রাসেল মিয়া (২৫)। গতকাল সকালে উপজেলার বাগভাণ্ডার বিজিবি ক্যাম্পের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাসেল মিয়া ওই গ্রামের আজিজুল হকের ছেলে।</p> <p>ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আলমগীর হোসেন (২২) নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলমগীর হোসেন উপজেলার কাদিগড় গ্রামের ফারুক হোসেনের ছেলে।</p> <p>রাজবাড়ী : রাজবাড়ীর সুলতানপুরে ট্রাকচাপায় রিমা খাতুন (৩৩) না‌মের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হ‌য়ে‌ছে ইয়ামনা (৪) নামের এক শিশু। গতকাল দুপুরে সুলতানপু‌রের কৈজুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। রিমা বা‌নিয়ারীর ইয়া‌সিন আলীর স্ত্রী। ট্রাকচালক পার‌ভেজ শেখকে (২৪) আটক ও ট্রাকটি জব্দ করা হ‌য়ে‌ছে।</p> <p> </p>