<p style="text-align:justify">সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন ফায়ার সার্ভিসকর্মী সোহানুজ্জামান নয়ন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপনিয়া গ্রামে। ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছিলেন নয়ন। তেজগাঁওয়ের ফায়ার সার্ভিসে স্পেশাল ইউনিটে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আক্তারুজ্জামান দুদু মিয়া।</p> <p style="text-align:justify">সোহানুজ্জামান নয়নের নিহত হওয়ার খবরে পরিবার-পরিজনসহ এলাকাজুড়ে চলছে মাতম। কান্নায় ভেঙে পড়ছেন মা-বাবাসহ, পাড়া-প্রতিবেশীরাও। সবাই বলছেন, খুব ভালো মানুষ ছিলেন নয়ন। কিসের এত তাড়া ছিল, অল্প বয়সেই না ফেরার দেশে চলে যেতে হলো। </p> <p style="text-align:justify">এবার রমজান মাসে নয়ন তার ছোট বোনকে নতুন জামা কিনে দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। ছোট বোনকে দেওয়া কথা রাখতে পারলেন না তিনি। রমজানের তিন মাস আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন পরপারে।</p> <p style="text-align:justify">নয়নের ছোট বোন সিমা আক্তার বলেন, ‘তিন দিন আগে বড় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। ভাই আমাকে রমজান মাসে নতুন কাপড় কিনে দিতে চেয়েছিলেন। কিন্তু সেই ভাগ্য আর আমার হলো না।’ </p> <p style="text-align:justify">এদিকে নিহত ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের জানাজা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের সদরদপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে গিয়ে অশ্রুশিক্ত হয়ে পড়েন সংস্থাটির কর্মকর্তা-কর্মীরা।</p>