<p>অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জুবায়েরপন্থীদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735206143-bc37828a74959d4b9e803b6816eecf51.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461574" target="_blank"> </a></div> </div> <p>প্রজ্ঞাপনে আরো বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদের কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। </p> <p>এ ছাড়া মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরও একই দিন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রি যাপন) সব তাবলিগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।</p> <p>এর আগে গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হয়। ওই সংঘর্ষের ঘটনায় একটি মামলাও করা হয়।</p>